1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসুদান

সুদানে সেনার বিরুদ্ধে বিক্ষোভে গুলি, মৃত সাত

১ জুলাই ২০২২

সুদানে সেনা-শাসনের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভে গুলি, মৃত সাত জন।

https://p.dw.com/p/4DUxY
গত ফেব্রুয়ারিতে সুদানে বিক্ষোভের ছবি।
গত ফেব্রুয়ারিতে সুদানে বিক্ষোভের ছবি। ছবি: AP Photo/picture alliance

বৃহস্পতিবার সেনার বিরুদ্ধে বিক্ষোভ ছিল রীতিমতো বড়। হাজার হাজার মানুষ তাতে যোগ দেন। তাদের দাবি ছিল, সেনাবাহিনীকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চায়। কিন্তু তাতে কাজ হয়নি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্যালেসের দিকে এগোতে থাকেন। তখন নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তাতেই অন্তত সাতজন বিক্ষোভকারী মারা যান।

সেনা-অভ্যুত্থানের তৃতীয় বর্যপূর্তি উপলক্ষে এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছিল। স্বৈরাচারী নেতা ওমর আল-বাশিরের বিরুদ্ধে ছিল এই বিক্ষোভ। বিক্ষোভের ডাক দেয়ার পরই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছিল।  এই পদক্ষেপ নেয়া হয়েছিল, যাতে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বিক্ষোভকারীরা তাদের সংখ্য়াবৃদ্ধি না করতে পারে, তার জন্য। তা সত্ত্বেও খার্তুম ও তার পাশের দুই শহরে লাখখানেক বিক্ষোভকারী জমায়েত হন।

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, সুদানের দুইটি বেসরকারি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে নেট বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এছাড়া সকাল থেকেই নিরাপত্তা বাহিনী রাজধানী ও তার পাশের দুই শহরের সঙ্গে সংযোগরক্ষাকারী ব্রিজ বন্ধ করে দেয়। তাও প্রচুর মানুষ সেখানে জড়ো হন। তাদের উপর নির্বিচারে কাঁদানে গ্যাসের সেল ফাটায় নিরাপত্তা বাহিনী।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি চলতি সপ্তাহেই সেনাকে সংযত থাকার আবেদন জানিয়েছিলেন। তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

তবে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতির নিন্দা করে। তারা বলে, আগাম অনুমানের উপর ভিত্তি করে বিবৃতি দেয়া হয়েছে। তার দায়িত্ব হলো সেনা নেতৃত্ব ও বেসামরিক গোষ্ঠীগুলির মধ্যে আলোচনার পথ প্রশস্থ করা। তিনি তা করছেন না।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)