1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদানে নিহতের সংখ্যা বেড়ে ৬০

৫ জুন ২০১৯

সামরিক সরকারের সদরদপ্তরের সামনে এপ্রিল থেকে চলছে সরকারবিরোধী বিক্ষোভ৷ সোমবার আন্দোলনকারীদের সেখান থেকে সরাতে গুলি চালায় পুলিশ৷ এ হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে৷ এখন পর্যন্ত ৬০ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

https://p.dw.com/p/3JrbP
BG Sudan Proteste
ছবি: Getty Images/AFP/E. Hamid

সুদানে গত এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকার উৎখাতের পর থেকেই ক্ষমতায় রয়েছে সামরিক পরিষদ৷ তখন থেকে চলছে বিক্ষোভ৷ কিন্তু এতোদিন পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও সোমবার পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত৷

বুধবার থেকে রাজধানী খারটৌমের পথে নেমেছে সেনা, শহরজুড়ে থমথমে পরিবেশ৷

কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের  পর গত এপ্রিল মাসে ওমর আল-বশিরকে উৎখাত করে সামরিক বাহিনী৷ নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার কথা জানায় সামরিক পরিষদ৷

কিন্তু সুদানের সাধারণ মানুষের ধারণা, এই পরিষদ আল-বশিরের মতোই ক্ষমতা হস্তান্তর না করে নিজেরাই ক্ষমতায় থেকে যাবে৷

বিক্ষোভে নেতৃত্বদানকারী সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে৷

বিভক্ত জাতিসংঘ

যুক্তরাজ্য ও জার্মানির নেতৃত্বে মঙ্গলবার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ কিন্তু সুদানে চলমান পরিস্থিতি নিয়ে একমত হতে পারেনি সদস্য রাষ্ট্রগুলো৷

শেষ পর্যন্ত গুলি চালানোর ঘটনার নিন্দা জানিয়ে এবং সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেয়া হলেও তার বিরোধীতা করে চীন ও রাশিয়া৷ চীন এই বিবৃতির বক্তব্যের কিছু অংশের সঙ্গে একমত হয়নি৷ আফ্রিকান ইউনিয়নের নেয়া পদক্ষেপের জন্য অপেক্ষা করার পক্ষে ছিল রাশিয়া৷

এসএস/এডিকে (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য