1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় আন্দোলনকারীদের উপর গুলি চলেছে

৪ জুন ২০১১

সিরিয়ার হামা শহরেই শুক্রবার প্রাণ হারিয়েছে অন্তত ৩৪ জন বিক্ষোভকারী৷ প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গত এগারো সপ্তাহের বিদ্রোহ যেন আরো রক্তক্ষয়ী হয়ে উঠছে, এবং সে দায়িত্ব পুরোপুরি সিরিয়ার নিরাপত্তা বাহিনীর৷

https://p.dw.com/p/11U7s
Syrian protesters carry national flags as they demand that Syrian President Bashar Assad steps down during a sit-in near the Syrian Embassy in Amman, Jordan, Wednesday, June 1, 2011. A Syrian human rights official says the government has freed hundreds of political prisoners today, a day after issuing an amnesty. (AP Photo/Nader Daoud)
সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনছবি: AP

সিরিয়ায় টানা দমনপীড়ন

মিশর কিংবা তিউনিসিয়াকে ছাড়িয়ে, ইয়েমেনের পাশাপাশি, লিবিয়ার চেয়ে কিছুটা কম হলেও, একটানা মানুষ প্রাণ হারাচ্ছে এই আরব দেশটিতে৷ অথচ সেদিকে ভালোভাবে নজর দেওয়ার মতো সময়ও যেন আন্তর্জাতিক রাষ্ট্রসমাজের, এমনকি গণমাধ্যমের নেই৷ সিরিয়ায় এই নিয়ে দ্বিতীয় আসাদের রাজত্ব৷ সিরিয়ার লেবাননে একটা ভূমিকা রয়েছে৷ হিজবোল্লার সঙ্গে সংযোগ আছে৷ গোলান হাইটস নিয়ে সিরিয়ার ইসরায়েলের সঙ্গে বিরোধ৷ সিরিয়া নিয়ে টান দেওয়াটা অনেকটা মধ্যপ্রাচ্যের সংঘাতের অন্তঃস্থলে ঘা দেওয়া৷ সিরিয়া বদলালে মধ্যপ্রাচ্য সংঘাতের ছকটাই পাল্টে যেতে পারে৷ তাছাড়া আরব বিপ্লবের সুনামি যেভাবে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়েছে, একটির পর একটি দেশকে স্থিতিশীল করার সমস্যা দেখা দিচ্ছে, সেখানে সিরিয়া হঠাৎ ফেটে পড়ুক, এটা হয়তো সকলের কাম্য নয়৷

In this citizen journalism image made on a mobile phone and acquired by the AP, taken on Friday, May 6, 2011, Syrian anti-government protesters carry a banner that reads in Arabic:"we're not going to shut up on the blood of our martyrs civilians and soldiers and our blood is not more precious than the blood of our brothers, Homs Youth," and " free people of the Syrian army, we are your brothers, fathers and children," during a rally in the central city of Homs, Syria. Syrian tanks rolled into Banias, a Mediterranean coastal town on Saturday May 7, 2011 in an escalating crackdown by President Bashar Assad, just a day after clashes with anti-government protesters that left tens of people dead nationwide, activists said. (AP Photo)
ছবি: AP

বাবার পথেই বাশার

বাশারের পিতা হাফেজ আল আসাদ ২৯ বছর আগে ঐ হামা শহরেই একটি সশস্ত্র ইসলামি বিদ্রেহ দমন করেছিলেন সেনা পাঠিয়ে৷ সেবার ত্রিশ হাজার মানুষ মারা গিয়েছিল৷ শহরের একাংশ মাটির সঙ্গে মিশে গিয়েছিল৷ এবারেও বিভিন্ন বাড়ির ছাদ থেকে জুম্মাবারের মিছিলকারীদের উপর গুলি চালানো হয়েছে৷ বিরোধীরা বলছে ৩৪ জনের নিহত হবার কথা৷ আরো শত শত মানুষ আহত হয়েছে বলে শোনা যাচ্ছে৷ এর মধ্যেই ‘শহীদদের' শেষকৃত্য শুরু হয়েছে৷ এটাই হল সিরিয়ার নতুন ট্র্যাজিক ধারা: যতো বেশি মানুষের প্রাণ যাবে, ত'তো বেশি মানুষ পথে নামবে৷ আরব বিশ্বে কেন, সারা বিশ্বেই হয়তো এটা অভূতপূর্ব৷

‘খুনীদের সঙ্গে কোনো আপোষ নেই'

দক্ষিণের দেরা শহরে এই বিপ্লব শুরু হয়, এগারো সপ্তাহ আগে৷ সেখানেও নাকি গতকাল শত শত মানুষ কারফিউ থাকা সত্ত্বেও পথে নেমেছে, ‘খুনীদের সঙ্গে কোনো আপোষ নেই' ধ্বনি দিয়েছে৷ বিক্ষোভ, আন্দোলন সারা দেশ জুড়ে৷ গতকালের কথাই ধরা যাক৷ হামা, দেরা ছাড়াও মানুষ পথে নেমেছে উত্তর-পশ্চিমের ইদিব প্রদেশে, দামেস্কের বিভিন্ন শহরতলিতে, হোমস শহরে, পশ্চিমের মাদায়া, জাবাদানি ইত্যাদি শহরে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য