দুর্যোগবাংলাদেশ
সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় কৃষিমার্কেটের আগুন নিয়ন্ত্রণে
১৪ সেপ্টেম্বর ২০২৩বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা৷
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছিল৷
কৃষি মার্কেটের দুইজন ব্যবসায়ী বলছিলেন, মার্কেটের ভেতরে কিছু দোকানে আগুন জ্বলছে, পুড়ে না যাওয়া অবশিষ্ট মালামাল তারা বাঁচানোর শেষ চেষ্টা করছেন৷
ভোর ৩টা ৪০ মিনিটের দিকে লাগা এই আগুনে কৃষি মার্কেটের ২১৭টি দোকান পুড়ে গেছে৷ তবে কী কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি৷
ফায়ার সার্ভিসের ১৭টি টিমের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে পুলিশ, র্যাব, এনএসআই, সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনী৷
এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)