1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগবাংলাদেশ

সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় কৃষিমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

১৪ সেপ্টেম্বর ২০২৩

ফায়ার সার্ভিসের সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে ঢাকার মোহাম্মাদপুরের কৃষি মার্কেটের আগুন৷

https://p.dw.com/p/4WJZT
Bangladesch | Brand in Dhaka
ছবি: Mortuza Rashed/DW

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা৷ 

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছিল৷

কৃষি মার্কেটের দুইজন ব্যবসায়ী বলছিলেন, মার্কেটের ভেতরে কিছু দোকানে আগুন জ্বলছে, পুড়ে না যাওয়া অবশিষ্ট মালামাল তারা বাঁচানোর শেষ চেষ্টা করছেন৷ 

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর কান্না
আাগুনে পুড়ে গেছে দুই শতাধিক দোকানছবি: Mortuza Rashed/DW

ভোর ৩টা ৪০ মিনিটের দিকে লাগা এই আগুনে কৃষি মার্কেটের ২১৭টি দোকান পুড়ে গেছে৷ তবে কী কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি৷

ফায়ার সার্ভিসের ১৭টি টিমের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে পুলিশ, র‍্যাব, এনএসআই, সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনী৷

এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান