1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহিত্যে নোবেল জিতলেন যুক্তরাষ্ট্রের লুইস গ্ল্যুক

Sanjiv Burman৮ অক্টোবর ২০২০

২০২০ সালে সাহিত্যে নোবেল জিতলেন আ্যামেরিকান কবি অধ্যাপিকা লুইস গ্ল্যুক৷ মার্কিন সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকেডেমি৷

https://p.dw.com/p/3je3O
Louise Glück Literatur-Nobelpreis 2020
ছবি: Niklas Elmehed for Nobel Media

এর ফলে ইতাহাসে ১৬তম নারী হিসেবে নোবেল পেলেন লুইস গ্ল্যুক৷ ১৯৯৩ সালে নোবেল পাওয়া বিখ্যাত উপন্যাসিক টনি মরিসনের পর এই প্রথম কোনো অ্যামেরিকান নারী সাহিত্যিকের এ সম্মাননা লাভ৷

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, লুইস হলেন অ্যামেরিকার বর্তমান সাহিত্যজগতের সেরাদের অন্যতম৷ মার্কিন সাহিত্যে লুইসের অবদানের বিষয়ে নোবেল কমিটির চেয়ারম্যান আন্ডেরস ওলসন বলেন, ‘‘তাঁর লেখায় রয়েছে রসবোধের তীব্র উপস্থিতি, সরলতা, আর দৃঢ়তা৷''

১৯৪৩ সালে নিউইয়র্কে জন্ম নেয়া এ কবি লঙ সারা লরেন্স কলেজ, উইলিয়াম কলেজ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কাব্যকলা পড়িয়েছেন৷ বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা (অ্যাডজাঙ্কট)৷

১৯৬৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ফার্স্টবর্ন৷ এ বইয়ে তাঁর লেখার ছন্দ আর সাহিত্যবোধের যে প্রকাশ তার প্রশংসা করতে ভোলেনি নোবেল কমিটি৷ 

এ পর্যন্ত ১২টি কবিতার বই প্রকাশের পাশাপাশি প্রবন্ধও লিখেছেন লুইস৷

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দ্য ওয়াইল্ড আইরিস' এবং ‘ফেইথফুল ও ভার্চুয়াস নাইট'৷

সাহিত্যগুণের জন্য সবসময়ই সমাদৃত লুইস৷

১৯৯২ সালে প্রকাশিত কবিতার বই ‘দ্য ওয়াইল্ড আইরিস' তাকে এনে দেয় পুলিৎজার পুরস্কার৷

তাঁর লেখায় দেখা মেলে পারিবারিক জীবন, বাল্যকাল আর গ্রীক-রোমান পৌরাণিক কাহিনীর সাবলীল ও নান্দনিক প্রকাশ৷ 

আরআর/এসিবি  (এপি, ডিপিএ)