সালমান রুশদির ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাস নিয়ে ছবি
১৯ মে ২০১১সম্প্রতি শেষ হলো সিনেমার দৃশ্যায়ন৷ ছবির দৃশ্যায়নের জন্য ক্যানাডিয়ান এই পরিচালক ভারত কিংবা পাকিস্তানের পরিবর্তে বেছে নিয়েছিলেন দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে৷ ছবি তৈরির সময় ধর্মীয় মৌলবাদীদের সঙ্গে যে কোন ধরনের সমস্যা ও বিতর্ক এড়াতেই তাঁর এই সিদ্ধান্ত৷
‘দ্য স্যাটেনিক ভার্সেস' ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদির চতুর্থ উপন্যাস৷ এই উপন্যাসের জন্য তাঁকে ১৯৮৯ সালে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেইনি মৃত্যুদণ্ডের ফতোয়া দেন৷ এরপর বহু বছর ধরে রুশদিকে পুলিশি পাহারায় দিন কাটাতে হয়৷ তাই স্বাভাবিকভাবেই এই লেখকের উপন্যাস নিয়ে ছবি তৈরি করতে গিয়ে নানা ধরণের সমস্যার মুখোমুখি হতে হয় ‘ফায়ার', ‘আর্থ' ও ‘ওয়াটার' ছবির খ্যাতনামা পরিচালক দীপা মেহতাকে৷ ছবিটির প্রায় তিনমাসের শুটিং শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকে আবারও অভিযোগ তোলা হয়৷ শ্রীলঙ্কা কর্তৃপক্ষ এই ছবিটির দৃশ্যায়ন তাদের দেশে করার অনুমতি প্রত্যাহার করে নেয়৷ মেহতাকে কিছুদিনের জন্য ছবির কাজ বন্ধ রাখতে হয়৷ শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে নিজে শুটিং শেষ করার অনুমতি দেন৷
শ্রীলঙ্কার ‘দ্য ফিল্ম টিম' কোম্পানি মিডনাইটস চিলড্রেন ছবির প্রযোজনা কাজ সমন্বয়ের দায়িত্ব পালন করেছে৷ এই কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের আপত্তি থাকা সত্ত্বেও গত রোববার ছবির কাজ শেষ হয়েছে৷ ভারত ভাগের মুহূর্তে জন্ম নেয়া কিছু মানুষের আখ্যান রুশদির ‘মিডনাইটস চিলড্রেন'৷ এই কাহিনী অবলম্বনে দীপা মেহতার ছবি ২০১২ সালের প্রথমার্ধে মুক্তি পাবে ‘উইন্ডস অফ চেঞ্জ' নামে - ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায়৷ অভিনয় করেছেন সীমা বিশ্বাস, রাহুল বোস, শাহানা গোস্বামী প্রমুখ৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক