সমাজ-সংস্কৃতিদক্ষিণ কোরিয়া
সামরিক প্রশিক্ষণে বিটিএসের জে-হোপ
১৯ এপ্রিল ২০২৩বিজ্ঞাপন
রাজধানী সৌল থেকে ৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত ওনজু সামরিক বুট ক্যাম্পে যোগ দেন জে-হোপ৷ এই সময় তার সমর্থকেরা তার ছবি নিয়ে ঐ এলাকায় উপস্থিত হয়েছিলেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ মোতায়েন করতে হয়েছিল৷
এর আগে সোমবার সমর্থকদের এক প্ল্যাটফর্মে জে-হোপ বলেন, ‘‘আমি পরে ফিরে আসবো৷''
বিটিএস-এর দ্বিতীয় সদস্য হিসেবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দিলেন জে-হোপ৷ গত ডিসেম্বরে প্রথম সদস্য হিসেবে সামরিক বাহিনীতে যোগ দেন ব্যান্ডের সবচেয়ে বয়স্ক সদস্য জিন৷
অ্যাথলিট ও সংগীত শিল্পীদের একটি অংশ কিছু শর্তে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে রেহাই পেয়ে থাকেন৷ তবে কে-পপ শিল্পীরা এই সুযোগ পান না৷
২০২৫ সালের মধ্যে বিটিএস-এর সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করার পরিকল্পনা করছে বলে ব্যান্ডের এজেন্সি গতবছর জানিয়েছিল৷
জেডএইচ/কেএম (এপি, রয়টার্স)