1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাফ অনূর্ধ্ব–১৯ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

২২ ডিসেম্বর ২০২১

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ১-০ গোলে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ৷

https://p.dw.com/p/44iUq
ছবি: Oliver Zimmermann/foto2press/picture alliance

বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে৷ শেষ পর্যন্ত এই এক গোলই বাংলাদেশের শিরোপা নির্ধারণ করে দেয়৷

ভারতীয় মেয়েদের কাছ থেকে বারবার বল কেড়ে নিলেও শেষ পর্যন্ত গোলের দেখা মিলছিল না বাংলাদেশের৷ 

জাতীয় দলের সঙ্গে মুখোমুখিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা কখনোই জেতেনি৷ কিন্তু বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের চেহারা ভিন্ন৷ এই ম্যাচের আগে নয়বার বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভারতের মুখোমুখি হয়ে পাঁচবারই জিতেছে বাংলাদেশ৷ এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ আর হারালো ফাইনালে৷

ম্যাচের ১৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশের মেয়েরা৷ শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করায় দর্শকরা উল্লাসে ফেটে পড়ে৷

বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে শিরোপাও অক্ষুণ্ণ রেখেছে৷ ২০১৮ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ৷ সেই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ নামে৷

২০১৭ সালে কমলাপুর স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ৷ এবারও ফাইনাল দেখতে ছিলো দর্শকের উপচে পড়া ভিড়৷  তাদের হাতে ছিলো জাতীয় পতাকা আর কণ্ঠে বাংলাদেশ, বাংলাদেশ চিৎকার৷ দর্শকেরা শীতের সন্ধ্যাটা রঙিন করেই বাড়ি ফিরলেন৷

বাংলাদেশ  দল: রুপনা চাকমা, মারিয়া মান্দা (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, আনাই মগিনি, আঁখি খাতুন, মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন, শাহেদা আক্তার, শামসুন্নাহার জুনিয়র৷

এনএস/কেএম (প্রথম আলো )

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য