সাত লিগের সাত বেশি বয়সি ফুটবলার
চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগসহ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও জাপানের জে-লিগ খেলা সবচেয়ে বেশি বয়সি ফুটবলারদের তথ্য থাকছে ছবিঘরে৷
ইংলিশ প্রিমিয়ার লিগ, উইলি কাবালইয়েরো
গত ২৬ সেপ্টেম্বর, ২০২০) ওয়েস্ট ব্রোমিচ অ্যালবিয়নের বিপক্ষে মাঠে নেমেছিলেন চেলসির গোলরক্ষক কাবালইয়েরো৷ সেদিন তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ২৯ দিন৷
স্পেনের লা লিগা, আলব্যার্তো সিফুয়েন্টেস
গত ২৭ সেপ্টেম্বর কাডিস ক্লাবের গোলরক্ষক সিফুয়েন্টেস ৪১ বছর তিন মাস ২৯ দিন বয়সে সেভিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন৷
ইটালির সিরি আ, স্লাতান ইব্রাহিমোভিচ
সোমবার (২১ সেপ্টেম্বর, ২০২০) ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে এসি মিলানের হয়ে বোলোনিয়ার বিরুদ্ধে খেলেছেন সেন্টার ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ৷
জার্মানির বুন্ডেসলিগা, মাকোতো হাসেবে
ফ্রাঙ্কফুর্টের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ২৫ সেপ্টেম্বর ৩৬ বছর আট মাস সাতদিন বয়সে হ্যার্থা বিএসসির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন৷
ফ্রান্সের লিগ ১, হিল্টন
মঁপেলিয়ের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক হিল্টন গত ২৭ সেপ্টেম্বর ৪৩ বছর ১৪ দিন বয়সে ডিজঁর বিপক্ষে খেলতে নেমেছিলেন৷
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার, রড ফানি
ফরাসি এই রাইট ব্যাক গত ২৮ সেপ্টেম্বর ৩৮ বছর নয় মাস ২২ দিন বয়সে মন্ট্রিল ইমপ্যাক্টের হয়ে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে মাঠে নেমেছিলেন৷
জাপানের জে-লিগ, কাজুইয়োশি মিউরা
২৩ সেপ্টেম্বর ৫৩ বছর বয়সি মিউরা ইয়কোহামা এফসির হয়ে কাওয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে খেলতে নেমেছিলেন৷ ২০০৭ সালের পর সেদিনই প্রথম জে-লিগের কোনো ম্যাচ খেলেন তিনি৷ দলের অধিনায়ক হিসেবে ৫৬ মিনিট মাঠে ছিলেন জাপানের জাতীয় দলের সাবেক এই ফুটবলার৷ ১৯৯২ সালের এশিয়ান কাপ জয়ী দলে ছিলেন তিনি৷