সাগর থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, দুই পাচারকারী আটক
২৫ মার্চ ২০২২ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার তানভীর হাসান জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূলের গভীর সাগরে এ অভিযান চালানো হয়৷ তবে আটক দুই পাচারকারীর নাম পরিচয় জানায়নি র্যাব৷ র্যাব বলছে, উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন শিশু, ২৪ জন নারী ও ২৩ জন পুরুষ৷ আর রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরের বাসিন্দা৷ স্থানীয় একজনের পরিচয় জানা যায়নি৷
র্যাব কর্মকর্তা তানভীর হাসান বলেন, ‘‘শামলাপুর সমুদ্র উপকূল দিয়ে ট্রলারে করে সাগরপথে কিছু লোকজনকে মালয়েশিয়া পাচারের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়৷ এক পর্যায়ে গভীর সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে জব্দ করা হয়৷ এ সময় ট্রলার থেকে ৫৭ জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় নাগরিক এবং পাচারকাজে জড়িত দুইজনকে উদ্ধার করা হয়৷’’
তিনি আরো বলেন, ‘‘ দালাল চক্র ফাঁদে ফেলে উদ্ধার হওয়া লোকজনকে সাগরপথে মালয়েশিয়া পাচার করছিল৷ তাদের ছোট ট্রলার থেকে বড় ট্রলারে তুলে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশ ছিল পাচারকারিদের৷ আটকরা মানব পাচারকারি চক্রের সক্রিয় সদস্য৷’’
বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)