সাকিবের আউটে বিতর্ক, হতাশার হারে বিশ্বকাপে বাংলাদেশের বিদায়
৬ নভেম্বর ২০২২শক্তিশালী সাউথ আফ্রিকাকে হারতে হবে নেদারল্যান্ডসের কাছে৷ বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে৷ শেষ চারে যাওয়ার এমন সমীকরণের প্রথমটি পূরণ হয়ে যায়৷ দিনের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কপাল পোড়ে নেদারল্যান্ডস কাছে৷ কিন্তু পারল না বাংলাদেশ৷ অলিখিত কোয়ার্টার ফাইনালের সুযোগ লুফে নিয়ে পাকিস্তানই চলে গেল সেমিফাইনালে৷
বাংলাদেশের আট উইকেটে ১২৭ রানের জবাবে ১১ বল বাকি থাকতেই পাকিস্তান জয় পায়৷ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে ভাবেননি বাংলাদেশের অধিনায়ক৷
ম্যাচের প্রথম ভাগে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ভিত গড়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি৷ ভারতের বিপক্ষে দুর্ধর্ষ ব্যাটিং করা লিটনকে মাত্র ১০ রানে ফেরান তিনি৷ এরপর ১৭ বলে ২০ রান করে সৌম্য আউট হওয়ার পর নামেন অধিনায়ক সাকিব৷ বাংলাদেশের রান তখন ১০ ওভার চার বলে ৭৩৷ কিন্তু মুখোমুখি প্রথম বলেই বিতর্কিত সিদ্ধান্তে ফিরে যেতে হয় বাংলাদেশ অধিনায়ককে৷ বল সাকিবের ব্যাট ছুঁয়ে পায়ে লাগলেও, মাঠের আম্পায়ার এলবিডাব্লিউর সিদ্ধান্ত দেন৷ রিভিউ নিলে থার্ড আম্পায়ার বারবার দেখেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন৷ পর্দায় আউট দেখে রীতিমতো রেগে সাকিব৷ আম্পায়ারদের অনুরোধে শেষ পর্যন্ত মাঠ ছাড়েন তিনি। এরপর বাংলাদেশের ছন্দপতনের শুরু৷ অধিনায়কের আউটের পর মানসিকভাবে যেন ভেঙে পড়ে মোসাদ্দেক, তাসকিনরা৷ আফিফের অপরাজিত ২০ বলে ২৪ রানে আট উইকেটে বাংলাদেশের ইনিংস থামে ১২৭ রানে৷
শুরুতেই সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন৷ কিন্তু দারুণ ডেলিভারিতে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বল গ্লাভসবন্দি করতে পারেননি উইকেটরক্ষক সোহান। সহজ টার্গেট ছুঁতে এরপর আর খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানের ব্যাটসম্যানদের৷ ১১ ও ১২ তম ওভারে বাবর ও রিজওয়ানের পরপর বিদায়েও তেমন একটা চাপ তৈরি হয়নি৷ পাঁচ উইকেট ও ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান৷ বাংলাদেশকে হতাশায় ডুবিয়েশেষ চারে জায়গা করে নেন বাবর আজমরা৷
আরকেসি/এফএস (এএফপি,রয়টার্স)