সাংবাদিকতার নৈতিক দিকগুলো মনে করায় যারা
সাংবাদিকতার সঙ্গে নৈতিকতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত৷ একক কোনো সংস্থা না থাকলেও আন্তর্জাতিক একাধিক সংগঠন আছে যারা সাংবাদিকতার নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রাখা নিয়ে সোচ্চার ভূমিকা রেখে আসছে৷ কয়েকটি উদ্যোগের কথা থাকছে ছবিঘরে৷
এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্ক
ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ৭০ জন সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম মালিক, মিডিয়া সাপোর্ট গ্রুপের সমন্বয়ে এই নেটওয়ার্কটি গড়ে উঠেছে৷ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতার ধরন, নৈতিকতা কেমন হওয়া উচিত তা নিয়ে হালনাগাদ প্রকাশনা ও তথ্য আছে তাদের ওয়েবসাইটে৷ আছে প্রশিক্ষণের সুযোগ, রিপোর্টিং টুলকিটসহ অনেক কিছু৷ আরো জানতে প্লাস (+) চিহ্নে ক্লিক করুন৷
অ্যাকাউন্টেবল জার্নালিজম
বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের কোডস অব কন্ডাক্ট এবং প্রেস কাউন্সিলগুলোর সবচেয়ে বড় তথ্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ২০০২ সালে এই উদ্যোগটি যাত্রা করে৷ এটি এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্কেরই একটি সহযোগী প্রকল্প৷ তাদের ওয়েবসাইটে বিভিন্ন সংবাদমাধ্যম, সাংবাদিক ইউনিয়ন, প্রেস কাউন্সিল, প্রেস ক্লাব, সরকার ও বিভিন্ন বিশেষায়িত সংস্থা মিলিয়ে ৪০০-রও বেশি কোড অব কন্ডাক্ট বা বিধিমালা আছে৷
রিপোর্টার্স উইদাউট বর্ডার
গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার সাংবাদিকতার মান উন্নয়ন ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেও কাজ করছে৷ এজন্য ইউরোপীয় সম্প্রচার কমিশন, এএফপি ও গ্লোবাল এডিটর্স নেটওয়ার্কের সহযোগিতায় ২০১৯ সালে ‘জার্নালিজম ট্রান্স ইনিশিয়েটিভ’ নামে একটি উদ্যোগ শুরু করে৷ গণমাধ্যমগুলো কতটা মানসম্মত ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করে সেটি স্বেচ্ছায় মূল্যায়নের পদ্ধতি গড়ে তোলা এর উদ্দেশ্য৷
ওএনও
পুরো নাম দ্য অর্গনাইজশেন অফ নিউজ অমবাডসমেন অ্যান্ড স্ট্যান্ডার্ডস এডিটরস। বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তির দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও সংবাদমাধ্যমের সম্পাদকদের প্রতিনিধিত্ব করে এই সংস্থাটি। ওএনও -র উদ্দশ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা, স্বচ্ছতার উপর জোর দেয়ার মাধ্যমে গণমাধ্যমের উপর পাঠক-দর্শকের আস্থা বাড়ানো। উদ্দেশ্য পূরণে প্রতিবছর সদস্যদের নিয়ে সম্মেলন করে সংগঠনটি।
গ্লোবাল চার্টার ফর এথিকস ফর জার্নালিস্ট
১৪০ টি দেশের ১৮৭ টি ট্রেড ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের ছয় লাখ গণমাধ্যমকর্মীর প্রতিনিধিত্বকারী সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস বা আইএফজে। ২০১৯ সালে আইএফজে -র ৩০তম সম্মেলনে গ্লোবাল চার্টার অব এথিকস ফর জার্নালিস্টস ঘোষণা করা হয়। একটি প্রস্তাবনা ও ১৬ টি অনুচ্ছেদের মাধ্যমে নৈতিকতা বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব, কর্তব্য ও অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই চার্টারে।
এসপিজে
সোসাইটি অব প্রফেশনাল জার্নালিস্টস বা সংক্ষেপে এসপিজে নামে পরিচিত। এটি যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী পুরনো একটি সংগঠন। মার্কিন সংবিধানের ফাস্ট অ্যামেন্ডমেন্টে বর্ণিত সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সাংবাদিকতার সর্বোত্তম চর্চা, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে তারা। ১৯৭৩ সালে সংগঠনটি প্রথম নিজেদের কোড অব এথিকস প্রণয়ন করে, যেটি সবশেষ ২০১৪ সালে সংশোধন করা হয়েছে।