1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনাস্থা প্রস্তাব খারিজ

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২২ নভেম্বর ২০১২

শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল হয়ে উঠলো ভারতের সংসদ৷ তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব পত্রপাঠ খারিজ হয়ে গেল৷ সভার অধিবেশন সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়৷

https://p.dw.com/p/16o4f
ছবি: AP

সরকার চাইছে খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির দরজা খোলার ইস্যুতে সংসদে শুধু আলোচনা হোক, আর বিরোধীপক্ষ চাইছে আলোচনার পর ভোটাভুটি৷ সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি বলেন, ‘‘এবিষয়ে সোমবার সর্বদলীয় বৈঠক ডাকা হবে৷'' সিপিএমের দাবি আলোচনার পর ভোটাভুটি৷ বিজেপিকে বাগে আনতে প্রধানমন্ত্রী ‘ডিনার ডিপ্লোম্যাসি'র আশ্রয় নিয়ে বৃহস্পতিবার বিজেপির শীর্ষ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন৷ তাঁদের বোঝাতে চেষ্টা করবেন প্রশাসনিক সিদ্ধান্তে সংসদের অনুমোদন আবশ্যিক নয়৷ আর্থিক সংস্কারে তাঁদের সহযোগিতাই যথেষ্ট৷

এর মধ্যে তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব পেশ করার সঙ্গে সঙ্গে তা খারিজ হয়ে যায় প্রয়োজনীয় সমর্থন না থাকায়৷ ৫০ জন সাংসদের জায়গায় মাত্র ২২জনের সমর্থন ছিল৷ তার মধ্যে ১৯ জন তৃণমূলের, তিনজন বিজেডির৷ প্রত্যাশিত ফলাফলে কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সীর মন্তব্য, ‘‘অনাস্থা প্রস্তাব আনার গণতান্ত্রিক অধিকার আছে তৃণমূলের৷ কিন্তু তাদের জানা উচিত ছিল কতজনের সমর্থন পাবে৷ আজ সংসদে যা তারা করলো, সেটা গণতন্ত্রের নামে একটা রসিকতা৷''

অনাস্থা প্রস্তাব নিয়ে তৃণমূলকে যেভাবে অপদস্থ হতে হলো, সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক পার্থপ্রতিম বসু ডয়চে ভেলেকে বললেন যে, ‘‘তৃণমূলের গেমপ্ল্যানটা বোধগম্য হয়নি৷ একটাই বলার আছে, সেটা হলো কতগুলো ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা করেছে তৃণমূল৷ তার মধ্যে বড় ইস্যু হলো এফডিআই৷ তখন অনেক দলই তৃণমূলের সঙ্গে একমত ছিল যে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই৷ তা সত্ত্বেও যখন অনাস্থা প্রস্তাব এলো তখন তারা পিছিয়ে গেল৷ ফলে তাদের স্বরূপটা প্রকাশ্যে এসে গেল৷''

তবু অধ্যাপক বসু মনে করেন এটা তৃণমূলের একটা অপরিণত পদক্ষেপ৷ ব্যক্তিনির্ভর পার্টি হলে এ জিনিসটা দেখা যায় এবং দেখা যাবেও৷

সংসদের বর্তমান অধিবেশনে ২৫টি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে হবে৷ তার মধ্যে আছে লোকপাল বিল, খাদ্য সুরক্ষা বিল, বিমা ও পেনশন বিল ইত্যাদি৷ সেজন্য প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির কাছে সংসদ অচল না করার আবেদন রাখেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য