1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারকে মানবতা শেখালো ইন্দোনেশিয়ার জেলেরা

২৬ জুন ২০২০

সাগর থেকে উদ্ধার করা প্রায় একশ' রোহিঙ্গাকে আবারও সাগরে ফেরত পাঠাতে চেয়েছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের স্থানীয় প্রশাসন৷ তবে জেলেদের প্রতিবাদে তা সম্ভব হয়নি৷

https://p.dw.com/p/3eOT0
Indonesien Fischereiindustrie
ছবি: Getty Images/AFP/A. Berry

সপ্তাহের শুরুতে ৭৯ জন নারী ও শিশুসহ প্রায় একশ' রোহিঙ্গা বহনকারী একটি নৌকা উদ্ধার করেছিল আচেহ প্রদেশের জেলেরা৷ এরপর তাদের উপকূলের কাছাকাছি সাগরে একটি জায়গায় রাখা হয়েছিল৷ করোনার কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন রোহিঙ্গাদের তীরে ভিড়তে দিতে চায়নি৷ তাই একটি নতুন নৌকায় খাবার আর গ্যাসোলিন দিয়ে রোহিঙ্গাদের আবারও সাগরে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছিল৷ বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জেলেরা প্রতিবাদ শুরু করলে বৃহস্পতিবার রোহিঙ্গাদের তীরে নামতে দেয়া হয়৷ এরপর তাদের নিজেদের গ্রামে নিয়ে যান জেলেরা৷ সেখানেই তাদের দেখাশোনা করা হবে বলে জানিয়েছেন জেলে হামদানি ইয়াকব৷ তিনি বলেন, ‘‘এটা মানবিক বিষয়৷ এটা আমাদের উত্তর আচেহর জেলে সমাজের একটা ঐতিহ্যও বলতে পারেন৷ আমরা আশা করছি, রোহিঙ্গাদের আমাদের গ্রামে দেখাশোনা করা হবে৷''

সাইফুল আমরি নামের আরেক জেলে বলছেন, ‘‘সরকার যদি না পারে তাহলে আমরা জেলে সমাজ তাদের সহায়তা করবো, কারণ আমরা মানুষ, তারাও (রোহিঙ্গা শরণার্থীরা) মানুষ এবং আমাদের হৃদয় আছে৷''

মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে ও বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা অনেক রোহিঙ্গা উন্নত জীবনের আশায় নৌকায় করে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া যেতে চান৷ কিন্তু করোনার কারণে এসব দেশ সম্প্রতি রোহিঙ্গাদের নৌকা তীরে ভিড়তে দিচ্ছেনা৷ ফলে দীর্ঘদিন সাগরে ভেসে থেকে অনেকে মারা গেছেন৷

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন শুক্রবার বলেছেন, তার দেশের পক্ষে আর রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সম্ভব নয়৷ করোনার কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি৷

আসিয়ান নেতাদের সঙ্গে টেলিকনফারেন্সে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি৷

জেডএইচ/জেডএ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য