সরকার ট্যাক্সের টাকা অপচয় করছে যেভাবে
হলিউড ছবিতে অর্থায়ন থেকে শুরু করে অবসরপ্রাপ্তদের হাঁটতে উৎসাহ দেয়া – এ রকম বিভিন্ন উদ্যোগের পেছনে করদাতাদের থেকে পাওয়া বিশ বিলিয়ন ইউরোর মতো অপচয়ের অভিযোগ উঠেছে৷ এই ছবিঘরে পাবেন অর্থ অপচয়ের আটটি খাত সম্পর্কে তথ্য৷
জর্জ ক্লুনির জন্য করের টাকা
জার্মানির করদাতাদের সংগঠন ‘ট্যাক্সপেয়ার্স অ্যাসোসিয়েশন’ প্রতি বছর একটি তালিকা তৈরি করে৷ এতে সরকার কোন কোন খাতে করের টাকা তাদের ভাষায় ‘অপচয়’ করেছে, তা জানানো হয়৷ সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী, হলিউড অভিনেতা জর্জ ক্লুনির ‘মনুমেন্টস মেন’ ছবিটি তৈরিতে ৮ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো দেয়ার মাধ্যমে অর্থের অপচয় করেছে সরকার৷
ব্যয়বহুল নাচ
নাচানাচির দিকে রাষ্ট্রের বেশ নরম মনোভাব রয়েছে মনে হচ্ছে৷ তাই নাচের বিভিন্ন নিত্য নতুন কৌশলকে উৎসাহ দিতে করদাতাদের দেয়া প্রায় সাড়ে তিন মিলিয়ন ইউরো ব্যয় করেছে সরকার৷ করদাতাদের সংগঠন মনে করে এটা অযৌক্তিক ব্যয়৷
মোরগের হিমায়িত শুক্রাণু
ভবিষ্যতে যাতে মুরগির বিভিন্ন প্রজাতি টিকিয়ে রাখা যায় সে জন্য এখন মোরগের শুক্রাণু হিমায়িত করে রাখার উদ্যোগ নিয়েছে জার্মানির একটি সংগঠন এবং সরকারি ইন্সটিটিউট৷ শুক্রাণু হিমায়িত করার এই উদ্যোগে চলতি বছর থেকে ২০১৭ সাল অবধি প্রায় পাঁচ লাখ ইউরো ব্যয় করবে জার্মান কৃষি মন্ত্রণালয়৷
চীনের ‘সিনিয়র সিটিজেন’-দের ভোলা যাবে না
চীনের বয়োজ্যেষ্ঠদের সেবাদাতাদের প্রশিক্ষণ দিতে একটি যৌথ উদ্যোগ নিতে চলেছে জার্মান শিক্ষা মন্ত্রণালয় এবং চীন৷ এজন্য জার্মান সরকারের খরচ হবে ১ দশমিক দুই মিলিয়ন ইউরো, যা অপচয় মনে করছে ‘ট্যাক্সপেয়ার্স অ্যাসোসিয়েশন’৷
ঘরে থাকতে অর্থ দেয়ার উদ্যোগ বন্ধের দাবি
সন্তান লালনপালনের জন্য অভিভাবকদের বাড়িতে থাকার উদ্যোগে ২০১৪ সালে প্রায় ৫১৫ মিলিয়ন ইউরো ভরতুকি দেবে জার্মান সরকার৷ করদাতাদের সংগঠন মনে করে, এ ভাবে টাকা কার্যত ড্রেনে ফেলা দেয়া হচ্ছে, কেননা ভরতুকি মূলত গরিবদের জন্য হলেও এ ক্ষেত্রে সচ্ছল অভিভাবকরাও বাড়তি অর্থ পাচ্ছেন, যা তাদের না দিলেও চলে৷
ষাটোর্ধ্ব, মোবাইল এবং জলবায়ু পরিবর্তন
জলবায়ু রক্ষায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো জরুরি৷ জার্মান সরকার তাই অবসরপ্রাপ্ত মানুষদের গাড়ি চালানোর বদলে হাঁটতে উৎসাহিত করতে চাচ্ছে৷ এজন্য পরিবেশবান্ধব হাঁটাহাঁটি বিষয়ক একটি ওয়েবসাইট তৈরিতে খরচ করা হচ্ছে ১ দশমিক ৪ মিলিয়ন ইউরো!
রঙিন পশু খাদ্য
গবাদি পশুর খাবার হিসেবে লুপিন পরিচিত৷ এ ক্ষেত্রে নীল রংয়ের লুপিনের চাহিদা বেশি, কেননা এটির রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি৷ তবে জার্মান সরকার শুধু নীল রংয়ের লুপিন উৎপাদনে আগ্রহী নয়৷ তাই সাদা এবং হলুদ লুপিনের উৎপাদন বাড়াতে চলতি বছরের শুরুতেই প্রায় তিন লাখ ইউরো খরচ করে ফেলেছে কৃষি মন্ত্রণালয়৷
প্রোস্ট!
জার্মানির অর্থনীতি মন্ত্রণালয় বাভারিয়ার বিয়ার উৎপাদক প্রতিষ্ঠান ‘এয়ারডিঙার ভাইসব্রয়’-কে উদারভাবে অর্থ সহায়তা করছে৷ প্রতিষ্ঠানটি জ্বালানি সাশ্রয়ী উপায়ে বিয়ার উৎপাদনের চেষ্টা করছে৷ আর এই উদ্যোগে মন্ত্রণালয় দান করেছে সাড়ে ছয় লাখ ইউরো, যা করদাতাদের কাছ থেকে পাওয়া৷