‘সরকার ক্ষমতায় থাকলে অনেকের কায়েমি স্বার্থ নিশ্চিত হয়'
৮ অক্টোবর ২০২১ডয়চে ভেলে বাংলার জনপ্রিয় এই শোয়ের ৭৭তম পর্বের অতিথি ছিলেন আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল৷
এবারের পর্বে আলোচিত হয় বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলগুলিকে কেন মানুষ ভোট দেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রশ্ন নিয়ে৷ মানুষের কাছে আওয়ামী লীগ এবং বিএনপির গ্রহণযোগ্যতার হাল-হকিকতও উঠে আসে এই পর্বে৷
আজকের আলোচনার একটি অংশে কথা ওঠে বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতাসীন থাকাকালে আদৌ সুষ্ঠু নির্বাচন আয়োজনে আগ্রহী হয় কি না, এই ধারায়৷ এবিষয় ড. গোলাম রহমান বলেন, ‘‘সত্যিই কিছু কিছু মানুষ থাকেন যাদের কোনো স্টেক বা কায়েমি স্বার্থ জড়িত থাকে সরকার ক্ষমতায় থাকার সাথে৷ তারা নিজেদের কর্মকাণ্ডকে অখণ্ড রাখতে চান৷ সরকার ক্ষমতা হারালে যদি তারা মনে করেন যে সমস্যা হতে পারে, সে ক্ষেত্রে তারা চিন্তিত থাকেন৷ এরকম অনেক ধরনের দুর্নীতি হয়, কুকীর্তি বা স্বজনপ্রীতি হয়৷ এক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি কেউই ধোয়া তুলসী পাতা নয়৷''
অধ্যাপক ড. আসিফ নজরুল সুষ্ঠু নির্বাচনেরপ্রসঙ্গে বলেন, ‘‘সুষ্ঠু নির্বাচন তখনই সম্ভব যখন জনগণের জন্য একটা সমান ক্ষেত্র বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে৷ সাথে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি থাকে৷ সে প্রসঙ্গে আমার মতে, গত নির্বাচনগুলির তুলনায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন অনেকটাই ভালো ও নিরপেক্ষ হয়েছিল৷''
আজকের পর্বে এছাড়াও আলোচিত হয় নিরপেক্ষতা আসলে কোন কোন মাত্রার ওপর নির্ভরশীল, দেশের সাংবিধানিক কাঠামোর ফাঁকফোকরসহ আরো নানা দিক৷
এসএস/এআই