সমালোচনার মুখে সু চি আর মিয়ানমার
৫ সেপ্টেম্বর ২০১৭জাতিসংঘ বলছে, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সংঘাত ছড়িয়ে পড়ার পর প্রায় এক লক্ষ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে৷ এখন পর্যন্ত সু চি এ ব্যাপারে প্রকাশ্যে কোনো কথা বলেননি৷
টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, ‘‘যখনই আমি খবর দেখি তখনই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দুর্ভোগ দেখে হৃদয় ভেঙে যায়৷'' তিনি বলেন, ‘‘গত কয়েক বছরে আমি এই মর্মান্তিক ও লজ্জাজনক পরিস্থিতির নিন্দা জানিয়েছি৷ নোবেলজয়ী অং সান সু চি-ও একই কাজ করবেন, সেই অপেক্ষায় আছি৷''
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান সু চি'র নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ এএফপিকে তিনি বলেন, ‘‘স্পষ্ট করে বললে আমি সু চি-কে নিয়ে হতাশ৷ (এর আগে) তিনি মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন৷ এখন মনে হচ্ছে তিনি কিছুই করছেন না৷''
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান গত সপ্তাহেরোহিঙ্গাদের বিরুদ্ধেমিয়ানমার ‘গণহত্যা' চালাচ্ছে বলে অভিযোগ করেন৷
এদিকে, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে সরকার কোনো উদ্যোগ না নেয়া পর্যন্ত' মিয়ানমারের সঙ্গে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছে৷
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি সোমবার মিয়ানমারে সু চি ও সেনাপ্রধান জেনারেল মিন অং লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন৷ আজ মঙ্গলবার তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় বৈঠক করবেন৷
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রবিবার সাংবাদিকদের বলেন, ‘‘এই মানবাধিকার বিষয়ক সংকট অবিলম্বে বন্ধ করতে হবে৷'' তাঁর এই মন্তব্যের আগে জাকার্তায় মিয়ানমার দূতাবাসে একটি পেট্রোল বোমা ছোড়া হয়৷ সোমবারও জাকার্তার মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে৷
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে মিয়ানমারে মৃতের সংখ্যা বাড়ায় গভীর উদ্বেগের কথা জানিয়েছে৷ এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার খবর তদন্ত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সম্প্রতি এক টুইটে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)