সমালোচনায় নিউজিল্যান্ড ক্রিকেট দল
২৫ জানুয়ারি ২০১১কিন্তু এরপরও আশাবাদী কিউই দলের খেলোয়াড় এবং ভক্তরা৷ বিশ্বকাপে বরাবরই হট ফেভারিট হিসেবে না হলেও সম্ভাবনাময়ী দলের তালিকায় থাকে নিউজিল্যান্ড৷ গতবারও দলটি সেমিফাইনালে খেলেছে৷ তাই এবারও যে একেবারে সম্ভাবনা নেই তা কিন্তু কেউ বলতে পারছে না৷ অন্তত দলে বেশ কিছু ম্যাচ জয়ী খেলোয়াড় রয়েছেন৷ বরাবরই কিউই দলে অলরাউন্ডারদের সমারোহ থাকে বেশি৷ এবারও দলে বেশ কিছু অলরাউন্ডার রয়েছেন৷ তাদের মধ্যে শুরুতেই নাম চলে জ্যাকব ওরামের৷ বিশালদেহী এই অলরাউন্ডার ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই কার্যকর৷ অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও অলরাউন্ডার স্কট স্টাইরিসও প্রয়োজনের সময় দলকে নেতৃত্ব দিতে সক্ষম৷
নিউজিল্যান্ডের ফিল্ডিং'ও বেশ নজরকাড়া৷ তবে ব্যাটিং'এ মূল ভরসা মারমুখী ব্যাটসম্যান রস টেইলর৷ তিনি ফর্মে থাকলে এবার নিউজিল্যান্ডের ভালো করার সম্ভাবনা রয়েছে৷ এছাড়া বোলিং এ টিম সাউদি এবং কাইলি মিল্স নেতৃত্ব দেবেন৷
স্কোয়াড: ড্যানিয়েল ভেট্টোরি (অধি), হ্যামিশ বেনেট, জেম্স ফ্র্যাংকলিন, মার্টিন গাপটিল, জেমি হাউ, ব্রেন্ডন ম্যাককুলাম (উই), নাথান ম্যাককুলাম, কাইলি মিল্স, জ্যাকব ওরাম, জেসে রাইডার, টিম সাউদি, স্কট স্টাইরিস, রস টেইলর, কেইন উইলিয়ামসন, লুক উডকক৷
সাফল্য: সেমিফাইনাল ১৯৭৫, ১৯৭৯, ১৯৯২, ২০০৭৷ ওডিআই অবস্থান: ৭৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী