সবার জন্য ইউরোপ: ইইউ নির্বাচনের আগে গর্বিত ইউরোপীয়দের সমাবেশ
আগামী ২৩ থেকে ২৬ মে অবধি অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচনের আগে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন শহরে সমবেত হয়েছেন অনেক মানুষ৷ উদ্দেশ্য ইইউ’র প্রতি সমর্থন জানানো৷
সবার জন্য একটি ইউরোপ
‘সবার জন্য একটি ইউরোপ’ শিরোনামে জার্মানির রাজধানী বার্লিনে রবিবার জাতীয়তাবাদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ ব্রেক্সিটের পর জার্মানির ঐতিহাসিক রাজধানীটি হবে ইইউ’র সবচেয়ে বড় শহর, যেখানে বিদেশি বংশোদ্ভূত অনেক মানুষ বসবাস করেন৷ তাঁদের অধিকাংশই এসেছেন ইইউভুক্ত দেশ, বিশেষ করে পোল্যান্ড, ইটালি, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া থেকে৷
রাজপথে হাজার হাজার মানুষ
রবিবার সকালে বার্লিন মার্চে অংশ নিতে আগে থেকেই নিবন্ধন করিয়েছিলেন তিন হাজারের মতো মানুষ৷ ইউরোপীয় সংসদের ৭৫১টি আসনের মধ্যে জার্মানিতে নির্বাচিত সংসদ সদস্যের সংখ্যা ৯৬, যা ব্লকটির মধ্যে একক কোনো দেশের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা৷
ইউরোপের পক্ষে ফ্রাঙ্কফুর্ট
ফ্রাঙ্কফুর্টে অবস্থিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ‘সিটে’ ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সমর্থন জানাতে শহরটিতে কয়েক হাজার মানুষ মিছিল করেছেন৷ সেখানে পরিবেশবাদী বিভিন্ন গোষ্ঠীর পাশাপাশি রাজনৈতিক দল, গির্জা সংগঠন এবং নারী অধিকার অ্যাক্টিভিস্টদেরও দেখা গেছে৷
কোলনে সমবেত ৪৫,০০০ মানুষ
কোলনে ‘সবার জন্য একটি ইউরোপ’ সমাবেশ ৪৫,০০০-এর মতো মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা৷ অংশগ্রহণকারীদের মধ্যে জার্মানির সামাজিক গণতন্ত্রী দল (এসপিডি)-র শীর্ষনেতা আন্দ্রেয়া নালেস এবং জার্মান বিচারমন্ত্রী কাটারিনা বার্লের মতো বড় মাপের রাজনীতিবিদরাও ছিলেন৷
‘ইউরোপকে উদ্ধার করুন’
কোলনের ব়্যালিতে ‘ইউরোপীয় শান্তি প্রকল্পকে উদ্ধার করুন’ শীর্ষক ব্যানারও দেখা গেছে৷ অনেক ইউরোপীয় এ কারণে উদ্বিগ্ন যে জার্মানির উগ্র ডানপন্থি এএফডি দলের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনি ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইউরোপবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে পারে যেমনটা যুক্তরাজ্যে ব্রেক্সিটের সমর্থকরা করেছেন৷
‘স্ট্রাখে, আপনি নব্য নাৎসি’
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ইউরোপের পক্ষে সমাবেশ করেছেন কয়েক হাজার মানুষ৷ তাঁরা দুর্নীতির দায়ে সদ্য পদত্যাগ করা দেশটির উগ্র ডানপন্থি ভাইস চ্যান্সেলর হাইন্স ক্রিস্টিয়ান স্ট্রাখেকে ‘নব্য নাৎসি’ হিসেবে আখ্যা দিয়েছেন৷ অস্ট্রিয়ায় ১৯৫৬ সালে প্রাক্তন নাৎসিদের তৈরি উগ্র ডানপন্থি দল ফ্রিডম পার্টি ২০১৭ সালের অক্টোবর থেকে ক্ষমতাসীন জোটের অংশ হিসেবে দেশটি শাসন করছে৷
বর্ণবাদের বিরুদ্ধে অস্ট্রীয়রা
অস্ট্রিয়ার ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে ইউরোপন্থিদের যেসব অভিযোগ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপের বাইরে থেকে আসা অভিবাসীদের কমাতে নানারকম উদ্যোগ নিয়েছে জোটটি৷ ইউরোপের অন্যান্য কয়েকটি দেশের উগ্র ডানপন্থি দলগুলোকেও সাহস জোগাচ্ছে তারা৷
ইউরোপের মধ্যে পোল্যান্ড
ইইউ সদস্যভুক্ত দেশ ইটালি, স্পেন, নেদারল্যান্ডস, এবং পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তেও ব়্যালি দেখা গেছে৷ বিচার ব্যবস্থায় বিতর্কিত এক সংস্কার নিয়ে দেশটির সঙ্গে, যেখানে ক্ষমতায় রয়েছে ডানপস্থি জাতীয়তাবাদী দল, ইউরোপীয় ইউনিয়নের এক আইনি লড়াই চলছে এখন৷
ইইউ’র প্রেসিডেন্ট থেকে পোলিশ প্রেসিডেন্ট?
ইইউ কাউন্সিলের বর্তমান প্রেসেডেন্ট ডোনাল্ড টুস্ক নিজের দেশ পোল্যান্ডে ব়্যালিতে অংশ নিয়েছিলেন৷ পোল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রীর কাউন্সিল প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হবে ডিসেম্বর মাসে এবং ধারণা করা হচ্ছে যে, তিনি ২০২০ সালে পোল্যান্ডের প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন৷