সবচেয়ে বেশি ও কম জনসংখ্যার দেশ
জনসংখ্যার ঘনত্বের বিচারে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? কোনটিই বা সবচেয়ে কম জনসংখ্যার দেশ? বাংলাদেশের অবস্থান কোথায়? এসব প্রশ্নের উত্তর মিলবে এই ছবিঘরে৷
মোনাকো
পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো৷ সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ২৫ হাজার ৭শ ১৮ জন মানুষের বাস৷ মাত্র ০ দশমিক ৭৮ বর্গমাইলের ছোট্ট এই দেশটির জনসংখ্যা ৩৭,০০০৷
মাকাও
জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২২ হাজার ৪শ ৭৭৷ চীনের সীমানার ভেতরে স্বায়ত্ত্বশাসিত একটি এলাকা মাকাও৷ জুয়ার স্বর্গ৷ এর আয়তন ১১ দশমিক ৮ বর্গমাইল৷
সিঙ্গাপুর
মোনাকো ও মাকাওয়ের মতো না হলেও প্রতি বর্গকিলোমিটারে সিঙ্গাপুরে থাকেন ৮ হাজার ২শ ২৬ জন মানুষ৷ বিশ্বের একটি অন্যতম ব্যবসাকেন্দ্র সিঙ্গাপুর৷ আয়তন ২৭৭ দশমিক ৬ বর্গমাইল৷
হংকং
হংকং-ও একটি ব্যবসাকেন্দ্র৷ এর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬ হাজার ৬শ’ ৫৪৷
জিব্রাল্টার
জিব্রার্টারের প্রতি বর্গকিলোমিটারে লোক থাকেন ৪ হাজার ৮শ’ ৯২ জন৷ স্পেনের দক্ষিণ উপকূলের এই পাথুরে দেশটির জনসংখ্যা ৩২ হাজার ও আয়তন ৬ দশমিক ৭ বর্গকিলোমিটার৷
গ্রিনল্যান্ড
আয়তনে বিরাট হলেও জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সবচেয়ে ছোট দেশ গ্রিনল্যান্ড৷ জনসংখ্যার ঘনত্ব শূন্য ভাগ৷ আট লাখ ৩৬ হাজার ৩শ ৩০ বর্গমাইলের দেশটিতে লোক থাকেন মাত্র ৫৬ হাজার৷ বরফে ঘেরা দেশটি মাত্র ৪৪৮ দশমিক ৩ বর্গমাইল এলাকা বসতির যোগ্য৷
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের আয়তন ১২ হাজার বর্গকিলোমিটার৷ এটি স্বায়ত্ত্বশাসিত হলেও ব্রিটিশরা এদের প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়গুলো দেখে৷ আর্জেন্টিনাও এই দ্বীপপুঞ্জের দাবিদার৷ এখানে মাত্র ৩ হাজার মানুষ বাস করেন৷ জনসংখ্যার ঘনত্বের বিচারে মাত্র ০ দশমিক ৩ জন প্রতি বর্গকিলোমিটারে৷
মঙ্গোলিয়া
মঙ্গোলিয়ার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১ দশমিক ৯ জন৷ পাহাড়ঘেরা এই জনপদের আয়তন প্রায় পনের লাখ বর্গ কিলোমিটার৷ অথচ জনসংখ্যা ৩০ লাখ৷ বিখ্যাত স্বৈরশাসক চেঙ্গিস খানের দেশ এটি৷
পশ্চিম সাহারা
২ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই জনপদটি নানা কারণে বিতর্কিত৷ নানা বিদ্রোহী গোষ্ঠী সেখানে সক্রিয়৷ এর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২ দশমিক ৩ জন৷
নামিবিয়া
আফ্রিকান এই দেশটিতে প্রতি বর্গকিলোমিটারে থাকেন ২ দশমিক ৯ জন মানুষ৷ দক্ষিণ-পশ্চিম আফ্রিকার এই দেশটি তার কালাহারি মরুভূমির জন্য পৃথিবী বিখ্যাত৷
বাংলাদেশ
জাতিসংঘের তথ্য অনুযায়ী, জনসংখ্যার ঘনত্বের বিচারে বাংলাদেশ দশম বড় দেশ৷ এখানকার প্রতি বর্গকিলোমিটারে থাকেন ১ হাজার ২শ ৬৫ জন মানুষ৷ আয়তন প্রায় ১ লাখ ৪৪ হাজার বর্গকিলোমিটার৷
চীন ও ভারত
ঘনত্বের বিচারে প্রথম দশে না থাকলেও পৃথিবীর সবচেয়ে জনবহুল দু’টি দেশ চীন ও ভারত৷ চীনের জনসংখ্যা প্রায় ১৪২ কোটি ৫০ লাখ ও ভারতে ১৪২ কোটি ৮৬ লাখ। এর মধ্যে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি৷ ২০০০ সালের পর তাদের জনসংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৩৪ শতাংশ, আর চীনের বেড়েছে সাড়ে ১১ শতাংশ৷