সবচেয়ে কম বয়সের টেস্ট সেঞ্চুরিয়ানরা
১৭ বছর আগে এক বাংলাদেশি কিশোর সবচেয়ে কম বয়সে টেস্টে শতক করার রেকর্ড গড়েছিলেন৷ পূর্ববর্তী রেকর্ড ভাঙা দেখতে ক্রিকেটবিশ্বকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ চার দশক৷ এই ছবিঘর টেস্ট ক্রিকেটের এমন কিছু বিস্ময়কে নিয়ে৷
মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)
২০০১ সাল৷ শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে চলছে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ৷ টেস্ট অভিষেকেই আশরাফুল করে বসলেন অসাধারণ কীর্তি৷ মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে ১১৪ রান করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন৷ সে ম্যাচে বাংলাদেশ ইনিংস ও ১৩৭ রানের ব্যবধানে পরাজিত হলেও আশরাফুল রয়ে গেছেন ইতিহাসের পাতায়৷
মুস্তাক মোহাম্মদ (পাকিস্তান)
আশরাফুলের আগের রেকর্ড ছিল পাকিস্তানের মুস্তাক মোহাম্মদের দখলে৷ ১৯৬১ সালে নয়া দিল্লিতে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন তিনি৷ তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ৭৮ দিন৷ (ছবিতে বাঁ দিক থেকে দ্বিতীয়)
শচীন টেন্ডুলকার (ভারত)
১৯৯০ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়নের তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন ক্রিকেট বিশ্বে ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচিত শচীন টেন্ডুলকার৷ ম্যাচের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম শতরান পেলেও খেলায় শেষ পর্যন্ত কোনো ফল আসেনি৷
হ্যামিলটন মাসাকাদজা (জিম্বাবুয়ে)
২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক করেন জিম্বাবুয়ের মাসাকাদজা৷ ১১৯ রানের ইনিংস করার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৩৫২ দিন৷ এই ইনিংসের ফলে বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেকে সেঞ্চুরি করার রেকর্ড করেন মাসাকাদজা৷ অবশ্য মাত্র দুই মাস পরেই আশরাফুল ভাঙেন সেই রেকর্ড৷
ইমরান নাজির (পাকিস্তান)
২০০০ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করার সময় নাজিরের বয়স ছিল ১৮ বছর ১৫৪ দিন৷ তবে পরবর্তীতে পাকিস্তান দলে নিয়মিত জায়গা করে নিতে ব্যর্থ হন তিনি৷ ১৯৯৯ সালে অভিষেকের পর থেকে ২০০২ সাল পর্যন্ত টেস্ট খেলেছেন মাত্র ৮টি৷
সেলিম মালিক (পাকিস্তান)
১৯৮২ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পক্ষে টেস্ট অভিষেক হয় সেলিম মালিকের৷ প্রথম ইনিংসে মাত্র ১২ রান করলেও, দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত শতরান৷ তখন তাঁর বয়স হয়েছিল ১৮ বছর ৩২৩ দিন৷
পৃথ্বী শ (ভারত)
অভিষেকেই জাত চিনিয়েছেন ভারতের পৃথ্বি শ৷ ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৪ রান করেন তিনি৷ ১৮ বছর ৩২৯ দিন বয়সে দখল করে নেন ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকে শতরান করার রেকর্ড৷ তবে অভিষেকের হিসেব বাদ দিলে সবচেয়ে কমবয়সী ভারতীয় টেস্ট সেঞ্চুরিওনদের তালিকায় তিনি চতুর্থ৷
শহীদ আফ্রিদি (পাকিস্তান)
১৯৯৯ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ১৪১ রানের ইনিংস খেলেন শহীদ আফ্রিদি৷ তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৩৩ দিন৷ তবে ২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে তিনি ম্যাচ খেলেন মাত্র ২৭টি, শতরানের ইনিংস খেলেছেন ৫টি৷ অবসরে যাওয়ার সময় আফ্রিদি বলেন, টেস্ট ক্রিকেট তিনি উপভোগ করেন না৷