1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ জানুয়ারি ২০১৩

বিএনপি নেতারা মনে করেন, সরকার তাঁদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিকে গুরুত্ব না দিয়ে দমনপীড়ন আরো বাড়িয়ে দিয়েছে৷ খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ ও মরিচের গুড়া ব্যবহার তারই প্রমাণ৷

https://p.dw.com/p/17Mr8

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের সংসদ সদস্যরা এখনও বেপরোয়া৷ তিনি বলেন, সরকারপক্ষের সংসদ সদস্য ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দপ্তরে গিয়ে কর্মচারীদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন৷ দম্ভ করে বলেছেন যে, তিনি জিয়া হত্যার আসামি৷ যা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে৷ অথচ সরকার এখনও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি৷

তরিকুল ইসলাম বলেন, সরকার উল্টে বিরোধী দলের আন্দোলন দমাতে এখন পেপার স্প্রে বা মরিচের গুড়া ব্যবহার করছে৷ যা কোনো সভ্য দেশে হয় না৷

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারক বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলার চার্জশিট গ্রহণের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে৷ তারপরেও এই সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে তাদের দাবি মানার চেয়ে দমনপীড়নেই বেশি মনযোগী হয়েছে৷ তাই সংসদে ফিরে যাওয়ার কোনো যুক্তি দেখেন না তিনি৷

ওদিকে, এম কে আনোয়ার তত্ত্বাবাধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন৷ এর জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না৷ তাই প্রয়োজনে নির্বাচন কমিশনকেই আরো শক্তিশালী করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য