তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
১৮ জানুয়ারি ২০১৩বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের সংসদ সদস্যরা এখনও বেপরোয়া৷ তিনি বলেন, সরকারপক্ষের সংসদ সদস্য ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দপ্তরে গিয়ে কর্মচারীদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন৷ দম্ভ করে বলেছেন যে, তিনি জিয়া হত্যার আসামি৷ যা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে৷ অথচ সরকার এখনও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি৷
তরিকুল ইসলাম বলেন, সরকার উল্টে বিরোধী দলের আন্দোলন দমাতে এখন পেপার স্প্রে বা মরিচের গুড়া ব্যবহার করছে৷ যা কোনো সভ্য দেশে হয় না৷
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারক বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলার চার্জশিট গ্রহণের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে৷ তারপরেও এই সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে তাদের দাবি মানার চেয়ে দমনপীড়নেই বেশি মনযোগী হয়েছে৷ তাই সংসদে ফিরে যাওয়ার কোনো যুক্তি দেখেন না তিনি৷
ওদিকে, এম কে আনোয়ার তত্ত্বাবাধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন৷ এর জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না৷ তাই প্রয়োজনে নির্বাচন কমিশনকেই আরো শক্তিশালী করা হবে৷