সংগীতাঙ্গনের ‘আদরের রাজপুত্রকে’ বিদায়
দোকানকর্মী থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক কর্মী ও নেতা–কে ছিলেন না শোক ও শ্রদ্ধা জানানোর কাতারে? শুক্রবার তাঁরা মিলিত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর কফিনের সামনে৷
কফিনের সামনেও কান্না
কেন্দ্রীয় শহীদ মিনারে কুমার বিশ্বজিৎ, সাফিন আহমেদ, শমী কায়সার, রবি চৌধুরী ও তপন চৌধুরীদের মতো সংগীত ও অভিনয় জগতের জনপ্রিয় তারকাদের সামনে রাখা কফিনে ফুল দিয়ে শিল্পী আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানান সব বয়স আর শ্রেণি-পেশার মানুষ৷ এ সময় অনেকের চোখ দিয়ে ঝরে পড়ে শোকের বেদনা৷
এত মানুষ পাগল!
আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই ফেসবুকে চলছিল শোকের মাতম৷ দেশে-বিদেশে অবস্থানরত বাঙালির হৃদয় ভাঙার সেই শব্দ যেন সম্মিলিত সুর নেয় শ্রদ্ধা জানানোর পালায়৷ সেই চিত্র দেখে আরেক সংগীত শিল্পী তপন চৌধুরী বলেন,‘‘এখানে এসে আবার বুঝেছি, বাচ্চুর জন্য এত মানুষ পাগল! এটা একটা মানুষের অনেক বড় পাওনা৷’’
ব্যান্ড সংগীতের উজ্জ্বল নক্ষত্র
আইয়ুব বাচ্চুর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কবি মুহাম্মদ সামাদ৷ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘‘সংগীতের যে নতুন ধারা ব্যান্ড সংগীত সেখানে আইয়ুব বাচ্চু উজ্জ্বল নক্ষত্র৷ তাঁর সংগীত গণমানুষের সাথে সম্পৃক্ত, মানুষের জন্য গান গেয়েছেন তিনি৷ দেশের প্রতি, মানুষের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা৷’’
মিউজিকে অকৃত্রিম ভালোবাসা
আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানাতে এসে গতকাল প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ করে শিরোনামহীন ব্যান্ডের সাবেক ভোকাল তানযীর তুহিন বলেন, ‘‘বাচ্চু ভাই আমাদের চেয়ে বড় হলেও সব সময় তরুণই ছিলেন৷ অকৃত্রিম ভালোবাসা দিয়ে তিনি ব্যান্ড মিউজিক করতেন৷’’ আর ব্যান্ডদল ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু বলেন, ‘‘তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন৷ ১৬ কোটি মানুষের মধ্যে একজন আইয়ুব বাচ্চু৷’’
মৃত্যুর খবরে ছুটে যান তারকারা
বৃহস্পতিবার আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ঢাকার স্কয়ার হাসপাতালে ছুটে গিয়েছিলেন হানিফ সংকেত, ফকির আলমগীর ও কুমার বিশ্বজিৎসহ সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকারা৷
সার বেঁধে ছিলেন ভক্তরা
প্রিয় শিল্পীর মৃত্যুর খবরে বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে ছুটে যান তাঁর ভক্ত-শ্রোতারা৷
বন্ধুর কান্না
জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর হাসপাতালে গিয়ে নিজেকে সংবরণ করতে পারেননি সংগীতের আরেক তারকা কুমার বিশ্বজিৎ, বন্ধুর শোকে অশ্রুসিক্ত হয়ে ওঠে চোখ৷
শোকার্ত সামিনা
মৃত্যুর খবরে সংগীতশিল্পী দুই বোন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীও ছুটে যান হাসপাতালে৷
পার্থ বড়ুয়ার শোক
সংগীত শিল্পী, অভিনেতা পার্থ বড়ুয়াও হাসপাতালে ছুটে গিয়েছিলেন বন্ধু আইয়ুব বাচ্চুর চিরবিদায়ের খবর শুনে৷
‘কাঁদছে সারা বাংলা’
বৃহস্পতিবার জনপ্রিয় লোকসংগীত শিল্পী ফকির আলমগীরকেও দেখা যায় হাসপাতালে৷ শুক্রবার সকালে শহীদ মিনারেও ছিলেন তিনি৷ প্রয়াত সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, আইয়ুব বাচ্চু সঙ্গীতাঙ্গনের ‘আদরের রাজপুত্র’৷ তাঁর জন্য কাঁদছে পদ্মা-মেঘনা-যমুনার কূলের বাসিন্দারা৷
জানাজায় হাজারো মানুষ
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর শুক্রবার দুপুরে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হয় জাতীয় ঈদগাঁয়৷ সেখানে তাঁর আত্মার শান্তি কামনায় জানাজায় অংশ নেন হাজার হাজার ভক্ত-অনুরাগী৷ শনিবার চট্টগ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হবে শিল্পীকে৷