1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরুতেই মাতালো ট্রান্সফরমারস, গাগার ভক্তের শুকরের মাথা

৪ জুলাই ২০১১

মুক্তির মাত্র চারদিনের মধ্যেই হলিউড বক্স অফিসে তোলপাড় তুললো ট্রান্সফরমারস সিরিজের নতুন ছবি৷ সপ্তাহান্তের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ছবিটি৷ এদিকে তাইওয়ানের শহরে পালিত হল লেডি গাগা ডে৷

https://p.dw.com/p/11oLk
ট্রান্সফরমারস ছবির একটি দৃশ্যছবি: picture alliance/dpa

গত বুধবার মুক্তি পেয়েছে ‘ট্রান্সফরমারস: ডার্ক অব দ্য মুন'৷ প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, রোববারের মধ্যেই ছবিটি আয় করেছে ৩৭২ মিলিয়ন ডলার৷ এর মধ্যে যুক্তরাষ্ট্র আর ক্যানাডাতেই বিক্রি হয়েছে প্রায় একশ মিলিয়ন ডলারের টিকিট৷ বিগত ২০০৪ সালে ‘স্পাইডারম্যান টু' ছবির রেকর্ড ভেঙে ফেলেছে ট্রান্সফরমারস সিরিজের তৃতীয় ছবিটি৷ ওই সময় স্পাইডারম্যান টু মুক্তির প্রথম কয়েকদিনেই যুক্তরাষ্ট্র আর ক্যানাডাতে আয় করেছিলো প্রায় ৯০ মিলিয়ন ডলার৷ এদিকে কেবল সিনেমা হলগুলোতেই নয়, থ্রিডি ডিভিডির বাজারেও বেশ সাড়া ফেলেছে ট্রান্সফরমারস: ডার্ক অব দ্য মুন৷ এখন পর্যন্ত যত ডিভিডি বিক্রি হয়েছে তার শতকরা ৭০ শতাংশই থ্রিডি ডিভিডি৷

এদিকে গত সপ্তাহে বক্স অফিসের শীর্ষে থাকা অ্যানিমেশন ছবি ‘কার্স টু' এই সপ্তাহে দ্বিতীয় অবস্থানে রয়েছে৷ হলিউড তারকা ক্যামেরন ডিয়াজের নতুন ছবি ‘ব্যাড টিচার' রয়েছে তিন নম্বরে৷ বিদায়ী সপ্তাহে ছবিটি আয় করেছে ১৪ মিলিয়ন ডলার৷ তারপরেই রয়েছে অস্কার বিজয়ী দুই তারকা টম হ্যাংকস এবং জুলিয়া রবার্টস এর নতুন ছবি ‘ল্যারি ক্রোন'৷

MTV Video Music Awards Los Angeles 2010 Flash-Galerie
গান গাইছেন গাগা, গায়ে কাচা মাংসছবি: AP

তাইওয়ানে লেডি গাগা দিবস

এদিকে তাইওয়ানের তাইচুং শহরে রোববারটি ছিল লেডি গাগা ডে৷ দ্বীপ দেশটিতে প্রথমবারের মত আগমন লেডি গাগার৷ তাঁর সম্মানে দিনটি তাঁর নামেই উৎসর্গ করলো তাইচুং শহরের মানুষেরা৷ শহরের মেয়র জ্যাসন হু লেডি গাগার হাতে তুলে দেন শহরের চাবি৷ বরাবরের মতই ব্যতিক্রমী পোশাক পরনে ছিল লেডি গাগার৷ এদিকে গাগার এই অদ্ভুত পোশাক আশাক এখন তাঁর ভক্তদের মধ্যেও দেখা যাচ্ছে৷ গত বছর গাগা একটি অনুষ্ঠানে গায়ে কাচা মাংস পরে উপস্থিত হন৷ রোববার তাইয়ানের কনসার্টেও তাঁর এক ভক্ত আস্ত এক শুকরের কাটা মাথা নিয়ে হাজির হয়৷ ভক্ত বলে কথা!

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য