শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
১ ফেব্রুয়ারি ২০১১প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ তিনি ‘বাংলাদেশ, রাষ্ট্রভাষা ও রবীন্দ্রনাথ' প্রসঙ্গে বক্তব্য রাখবেন৷ এবার বই মেলাকে সামনে রেখে নানা নতুন উদ্যোগের কথা জানান বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান৷
বিশ্বকবির সার্ধশততম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে এবারের বই মেলার থিম হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর৷ তাঁর জীবন এবং সহিত্যকর্ম নিয়ে মাসব্যাপী বই মেলায় থাকছে আলোচনা, অনুষ্ঠান, প্রদর্শনীসহ নানা আয়োজন৷
বইমেলায় মোট স্টল ৫৫৬টি – অংশ নিচ্ছে ৩৭৬টি প্রতিষ্ঠান৷ মেলা উপলক্ষে কমপক্ষে ৪ হাজার নতুন বই ছাপা হবে৷ আজ বইমেলা শুরু হলেও জমে উঠতে আরো কয়েকদিন সময় লাগবে৷ প্রকাশকরা মনে করেন, এই মাসে বিশ্বকাপ ক্রিকেটের কারণে হয়তো বইমেলায় দর্শক সমাগম কিছুটা কম হতে পারে৷
বইমেলার নিরাপত্তা এবং মেলায় বইপ্রেমীদের হয়রানি কমাতে পুলিশ মেলার প্রবেশপথে আর্চওয়ে গেট বসিয়েছে৷ ব্যবস্থা করেছে নিরাপত্তা তল্লাশির৷ পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানান, বাইরে থেকে মেলার ভেতর পর্যন্ত ৩ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷
‘একুশে আমাদের পরিচয়' – এই স্লোগান নিয়ে ৫২'র ভাষা শহীদদের স্মরণে ১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমী আয়োজন করে আসছে অমর একুশে বই মেলা৷ দিনে দিনে সেই বই মেলা এখন বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে৷ পরিণত হয়েছে মননশীলতার প্রতীকে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন