1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষা এবং ক্যারিয়ার

৯ এপ্রিল ২০১২

জার্মানিতে পিএইচডি করে অনেকে এখানেই পোস্ট ডক্টরেট শুরু করে আবার নিজ দেশে ফিরে যান৷ তবে ইদানিং দেখা যাচ্ছে, পিএইচডি শেষ করেছে – এমন ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়ে নিয়ে যাচ্ছে অ্যামেরিকা এবং ক্যানাডা৷

https://p.dw.com/p/14W9F
Gruppe von Studenten lernt gemeinsam in einer Bibliothek. Erstellung: 14.02.2012 © Robert Kneschke - Fotolia.com
ছবি: Fotolia/Robert Kneschke

এরকমই একজন হলেন ড. সাইফুল ইসলাম৷ বাংলাদেশে তিনি নত্র দাম কলেজে পড়েছেন৷ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয় নিয়ে অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন৷ ২০০৭ সালে তিনি বন বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি শুরু করেন৷ গত বছর তিনি সফলভাবে পিএইচডি সম্পন্ন করেছেন৷

শিকাগোর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় পোস্ট ডক্টরেটের জন্য বৃত্তি দিয়েছে তাঁকে৷ জার্মানিতে পিএইচডি প্রসঙ্গে ড. সাইফুল ইসলাম বললেন, ‘‘আমার বিষয় ছিল ইনঅর্গানিক কেমিস্ট্রি৷ আমি জার্মানিতে বৃত্তি নিয়ে পিএইচডি করেছি৷ বৃত্তি দিয়েছে ডিএএডি৷ আমি আমার স্ত্রী এবং সন্তান নিয়ে এখানে আছি৷ দু-এক দিনের মধ্যেই আমি চলে যাচ্ছি অ্যামেরিকায়৷ শিকাগোর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দুই বছরের একটি চুক্তি হয়েছে৷ এই দুই বছরে আমি পোস্ট ডক্টরেট করবো৷''

সফলভাবে পিএইচডি শেষ করার অভিজ্ঞতা কেমন? এ প্রশ্নের উত্তরে হেসে তিনি জানান, এটা এক ধরণের মিশ্র অভিজ্ঞতা৷ যখন তিনি পিএইচডি শুরু হয় তখন তার কাছে মাঝে মাঝে এত কঠিন মনে হতো৷ তিনি মনে করতেন, বোধহয় এই কোর্স শেষ করতে পারবেন না৷ ক্লাসে তিনি কিছুই বুঝতেন না৷ হোম ওয়ার্ক বুঝতেন না৷ লেকচার হত জার্মান ভাষায়৷ একসময় হাল ছেড়ে দিয়েছিলেন৷ তখন কথা বললেন প্রফেসরের সঙ্গে৷ প্রফেসর সাহস দিলেন৷ তখন পিএইচডি শেষ করা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিল৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য