1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরীরে গভীরে থেকে যায় উলকির রং

২১ মে ২০১৯

অনেক মানুষ শরীরে উলকি বা ট্যাটু আঁকান৷ সেই উলকি সাধারণত স্থায়ীভাবে ত্বকের উপর থেকে যায়৷ বিজ্ঞানীরা এবার উলকির কালির ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন৷ এমনকি যকৃতের মধ্যেও তার চিহ্ন পাওয়া গেছে৷

https://p.dw.com/p/3Io4U
UK Das Phänomen "Flesh Tunnel"
ছবি: picture-alliance/PYMCA/P. Hartnett

মিশায়েল তাঁর বহুদিনের এক স্বপ্ন পূরণ করতে চান৷ ট্যাটু শিল্পী রিচি তাঁকে সেই কাজে সাহায্য করতে পারেন৷ রঙিন, বাস্তবধর্মী ও দীর্ঘস্থায়ী ট্যাটু বা উলকি আঁকাই তাঁর বিশেষত্ব৷

শরীরের সংযোজক তন্তুর মধ্যে পাকাপাকিভাবে থেকে যায় বলে বহুকাল ধরে বিজ্ঞানীদের ধারণা৷ বাস্তবে কিন্তু তা ঘটে না৷ সেগুলি আসলে ম্যাক্রোফেজ বা স্ক্যাভেঞ্জার কোষে জমা হয়৷

উলকি কেন দীর্ঘস্থায়ী?

মার্সেই বিশ্ববিদ্যালয়ের একদল রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ উলকির দীর্ঘ আয়ুর রহস্য সমাধানের ক্ষেত্রে অগ্রসর হয়েছেন৷ সেই লক্ষ্যে তাঁরা বিশেষ প্রজনন প্রক্রিয়ায় এক ‘সুপার মাউস' সৃষ্টি করেছিলেন৷ এই ইঁদুরের বিশেষত্ব হলো, গবেষকরা সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে সেটির ত্বকের স্ক্যাভেঞ্জার কোষ মেরে ফেলতে পারেন৷ কিন্তু চরম জীবাণুমুক্ত পরিবেশেই সেটা করা সম্ভব৷ কারণ এই কোষ শরীরের প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ৷

ইমিউন বায়োলজিস্ট সঁদ্রিন অঁরি ও তাঁর টিম এই ধরনের একদল ইঁদুরের লেজে উলকি এঁকেছিলেন৷ ট্যাটুর রং যদি সত্যি পাকাপাকিভাবে ম্যাক্রোফেজে জমা হয়ে থাকে, সে ক্ষেত্রে স্ক্যাভেঞ্জার কোষের মৃত্যুর সঙ্গে সঙ্গে উলকিরও উধাও হয়ে যাওয়া উচিত৷ কিন্তু বাস্তবে সেটা ঘটলো না৷

গোটা প্রক্রিয়া ভালোভাবে বুঝতে সঁদ্রিন অঁরি মাইক্রোস্কোপের নীচে ট্যাটু আঁকা ইঁদুরের স্ক্যাভেঞ্জার কোষ ভালোভাবে পর্যবেক্ষণ করলেন৷ সঁদ্রিন বলেন, ‘‘আমরা লক্ষ্য করলাম, যে ম্যাক্রোফেজের মৃত্যুর সময় তা কালি ছেড়ে দিচ্ছে৷ ত্বকের মধ্যে সব কালি মুক্ত হয়ে গেছে৷ আরও কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাচ্ছে, যে নতুন করে আসা ম্যাক্রোফেজ সেই কালি দখল করছে৷ ফলে কালি আবার ম্যাক্রোফেজে প্রবেশ করছে৷''

রং যে সত্যি একটি ম্যাক্রোফেজ থেকে আরেকটিতে চলে যায়, একেবারে নতুন এই জ্ঞান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে তাঁরা ভুলত্রুটির সব সম্ভাবনা দূর করতে চেয়েছিলেন৷ তাই তাঁরা উলকি আঁকা ইঁদুরের ত্বক তুলে নিয়ে অন্য একটি ইঁদুরের শরীরে বসিয়েছিলেন৷ রং কি সত্যি একটি প্রাণী থেকে অন্য প্রাণীর শরীরে চলে যাতে পারে? বাস্তবে সত্যি তা ঘটলো৷ সঁদ্রিন অঁরি বলেন, ‘‘এই সব পরীক্ষা থেকে আমরা জানতে পেরেছি, যে আসলে ট্যাটু অত্যন্ত গতিশীল এক প্রক্রিয়া৷ কোষ সবসময়ে নতুন কালি গ্রহণ করে, তারপর ছেড়ে দেয় এবং নতুন করে তা গ্রহণ করে৷''

উলকি কেন ফ্যাকাশে?

কয়েক বছর পর উলকি কেন একটু অস্পষ্ট ও ফ্যাকাশে হয়ে পড়ে, এর ফলে তা আরও স্পষ্ট হয়ে গেল৷ কারণ নতুন স্ক্যাভেঞ্জার কোষ সব ক্ষেত্রে অন্য কোষের ছেড়ে দেওয়া কালি হুবহু গ্রহণ করতে পারে না৷

 অবশিষ্ট রংয়ের কী দশা হয়,  জার্মানির রেগেন্সবুর্গ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা সংক্রান্ত পদার্থবিদ ভল্ফগাং বয়েমলার তা নিয়ে গবেষণা করছেন৷ তিনি মৃত প্রাণীর উলকির লসিকাগ্রন্থি কেটে জানতে পেরেছেন, যে রঙের কিছু অংশ সেখানে জমা হয়৷ উলকির রং অনুযায়ী সবুজ অথবা লাল রং সেখানে দেখা যায়৷ বয়েমলার বলেন, ‘‘আনুমানিক প্রায় ৩০ শতাংশ রং ত্বকে থেকে যায়৷ রংয়ের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় উলকিধারী তা টেরও পান না৷ বাকি বড় অংশ শরীরের মধ্যে পাচার হয়ে যায়৷ তার একটা অংশ লসিকাগ্রন্থির মধ্যে জমা হয়৷ কিছুটা যকৃতেও চলে যায়৷ সামান্য কিছু অংশ শরীর ত্যাগ করে৷ তবে যারাই ট্যাটু বসাতে চায়, তাদের মনে রাখতে হবে যে রংয়ের একটা উল্লেখযোগ্য অংশ ও তার মধ্যে ক্যানসার সৃষ্টিকারী পদার্থ কখনো কখনো আজীবন শরীরে থেকে যায়৷''

তাই মিশায়েল যে ভালোভাবে চিন্তাভাবনা করে ট্যাটু আঁকানোর সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই করা উচিত৷ তিনি সচেতন, যে সারা জীবন এই উলকি বয়ে বেড়াতে হবে৷ ট্যাটুর রং সত্যি সারা জীবন তাঁর শরীরে থেকে যাবে৷

সাবিনে ফ্র্যুবুস/এসবি