শক্তিদাতা ‘আয়রন’ যাঁদের প্রয়োজন
আপনাকে কি আজকাল ম্লান বা ফ্যাকাশে দেখাচ্ছে? কিংবা আপনি কি ক্লান্ত? কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হচ্ছে? শরীরের এই পরিবর্তন কীসের লক্ষণ বা আপনার কী করণীয় জেনে নিতে পারেন এই ছবিঘর থেকে৷
শরীরে আয়রন যা করে থাকে
ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে কোষে পৌঁছে দেয়াই হচ্ছে আয়রনের প্রধান কাজ, যাতে কোষগুলো ভালোভাবে কাজ করতে পারে৷ আর এ জন্য প্রয়োজন রক্তের লৌহকণিকা বা হিমোগ্লোবিন৷ আয়রনই হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে থাকে৷ আয়রন একটি খনিজ পদার্থ এবং শরীরে প্রতিদিনের মূল খাদ্য তালিকার ছ’টি উপাদানের একটি৷ এই উপাদানগুলো হলো – প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন, পানি ও খনিজ পদার্থ৷
আয়রনের অভাব যেভাবে জানান দেয়
শরীরে আয়রনের অভাবে ত্বক হয় শুষ্ক৷ এমনকি আয়রন বা লোহার অভাবে নখ ভেঙে যাওয়া, চুল পড়া, অকারণে ক্লান্ত বোধ হওয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, চেহারায় ফ্যাকাশেভাব, অবসন্নতা, মনোযোগে অভাব ইত্যাদি সমস্যা দেখা দেয়৷ প্রবীণদের ক্ষেত্রে আয়রনের অভাবে হৃদযন্ত্র বা হার্টের সমস্যাও দেখা দিতে পারে৷
বিশেষজ্ঞের পরামর্শ
কারো এই লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের কাছে যাওয়া উচিত৷ তবে শুধুমাত্র আয়রনের অভাবেই এই সমস্যাগুলো হচ্ছে কিনা, তা একমাত্র একজন চিকিৎসকই খুঁজে বের করতে পারবেন৷ তাই এ ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকেক পরামর্শ নিন৷ জানান জার্মান বিশেষজ্ঞ ডা. উল্ফ কু্ন্সে৷
আয়রনযুক্ত খাবার?
সাধারণত সবরকম স্বাস্থ্যকর খাবারেই যথেষ্ট পরিমাণে আয়রন থাকার কথা৷ তবে মাংসই আয়রনের বড় উৎস৷ অন্যদিকে সবজি এবং শষ্যদানায় তুলনামূলকভাবে কম আয়রন থাকে৷ যে কারণে নিরামিষাশী এবং ভেগানদের মধ্যে অপেক্ষাকৃতভাবে বেশি আয়রনস্বল্পতা দেখা যায়৷
যাঁদের ওষুধ প্রয়োজন
শরীরে যখন আয়রনের অভাব দেখা দেয়, তখন আর শুধু খাবার থেকে আয়রন গ্রহণ যথেষ্ট নয়৷ এমনটা হলে তাঁদের দ্রুত আয়রনের ওষুধ বা সিরাপ প্রয়োজন হয়৷ এক্ষেত্রেও ডাক্তারের কাছে যাওয়াই স্রেয়৷
নারীর বেশি প্রয়োজন
নারীর মাসিক ঋতুস্রাবের সময়, গর্ভাবস্থায় বা শিশুকে বুকের দুধ পান করানোর সময় নারী শরীরে আয়রনের প্রয়োজন সবচেয়ে বেশি৷ অনেকসময় আয়রনের অভাবে নারী শরীরে রক্তশূন্যতা দেখা দেয়, যা বিভিন্ন সমীক্ষা থেকেও জানা গেছে৷
শারীরিক পরিশ্রম
নারী বা পুরুষ যেই হোক না কেন – যাঁরা শারীরিক পরিশ্রম বেশি করেন, তাঁদের শরীরেরও অন্যদের তুলনায় বেশি আয়রনের প্রয়োজন হয়৷
আয়রন ট্যাবলেট সেবনে সমস্যা?
অনেকেরই আয়রন ট্যাবলেট খেলে কোষ্ঠকাঠিন্যের মতো নানারকম সমস্যা দেখা দেয়৷ তবে তা পরীক্ষা করে দেখাই ভালো৷ এরপরেও ডা. কু্ন্সে তাঁর নিজের অভিজ্ঞতা থেকে জানান, ‘‘সিরাপ বা পানিতে গুলিয়ে খাওয়ার আয়রন ট্যাবলেট বেশিরভাগ মানুষেরই ভালো সহ্য হয়৷’’ তাই তাঁর মতে, শরীরে আয়রনের অভাব ভালোভাবে পূরণ করার জন্য বেশ কিছুদিন, অর্থাৎ কমপক্ষে ছ’মাস এ ধরনের ‘আয়রন সাপ্লিমেন্ট’ গ্রহণ করা উচিত৷