1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লুডোর প্রেমে ভারতে, গ্রেপ্তার পাকিস্তানি নারী

২৪ জানুয়ারি ২০২৩

সত্যিই কি প্রেমের নেশায় ভারতে এসেছিলেন ওই নারী, না কি তিনি গুপ্তচর? প্রশাসনিক মহলে এই প্রশ্নও উঠছে।

https://p.dw.com/p/4McFM
ভারত-পাকিস্তান সৌভ্রাতৃত্ব
প্রতীকী ছবিছবি: Getty Images/S. Barbour

শেষরক্ষা হলো না। শেষপর্যন্ত ভারতের বেঙ্গালুরুতে গ্রেপ্তার হলেন এক পাকিস্তানের তরুণী। কিন্তু থেকে গেল এক প্রেম কাহিনি।

ঘটনার সূত্রপাত অনলাইন লুডোয়। উত্তরপ্রদেশের তরুণ মুলায়ম সিং যাদব কাজের সূত্রে চলে গেছিলেন বেঙ্গালুরুতে। সেখানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। আর অবসরে খেলতেন অনলাইন লুডো। সেই লুডোর সূত্রেই তার সঙ্গে আলাপ হয় ১৯ বছরের ইকরা জিভানির। পাকিস্তানের এই তরুণী কিছুদিনের মধ্যেই মুলায়মের প্রেমে পড়ে যায়। প্রেম গাঢ় হয়। দুইজনে বিয়ের সিদ্ধান্ত নেন।

ভারতের এক তরুণের সঙ্গে পাকিস্তানের এক তরুণীর বিয়ে হওয়া সহজ নয়। সহজ যে নয়, জানতেন এই যুগলও। পাসপোর্ট-ভিসা ছাড়াই নেপালের রাস্তা ধরে ভারতে প্রবেশ করেন জিভানি। দেখা হয় মুলায়মের সঙ্গে। জিভানি নাম বদলে হয়ে যান রাভা যাদব। বিয়ে করেন তারা। একসঙ্গে থাকতে শুরু করেন। কিছুদিনের মধ্যে ভুয়া কাগজ দেখিয়ে একটি আধারকার্ডও বানিয়ে ফেলেন জিভানি ওরফে রাভা। এরপর পাসপোর্ট বানানোর চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশের নজরে পড়ে যান।

বেঙ্গালুরুর পুলিশ মুলায়ম এবং জিভানি দুইজনকেই গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে জামিন-অযোগ্য একাধিক ধারায় মামলা করা হয়েছে। জিভানি গুপ্তচর কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মুলায়ম এবং জিভানি দুইজনকেই দফায় দফায় জেরা করা হচ্ছে।

সত্যিই কি জিভানি গুপ্তচর? না কি প্রেমের তাগিদেই পাকিস্তান থেকে ভারতে এসে পৌঁছেছেন। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি দম্পতির প্রতিবেশীরা। তবে নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে একজন জানিয়েছেন, ওই দম্পতি সকলের সঙ্গেই খুব ভালো ব্যবহার করতো।

ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অফিসাররাও একাধিকবার ওই দম্পতিকে জেরা করেছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই, মিরর নাও)