লুট করা শিল্পকর্ম ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
শিল্পকর্ম পাচারের এক আন্তর্জাতিক চক্র ইটালির প্রচুর শিল্পকর্ম বিক্রি করেছিল যুক্তরাষ্ট্রে৷ চলতি মাসে কয়েক কোটি ইউরো দামের ২৬৬টি শিল্পকর্ম ফিরেছে আপন ঠিকানায়৷ দেখুন ছবিঘরে...
চুরি করে যুক্তরাষ্ট্রে
বিশ শতকের নব্বইয়ের দশকে ইটালি থেকে অসংখ্য প্রাচীন শিল্পকর্ম নিয়ে যুক্তরাষ্ট্রে বিক্রি করে দেয় আন্তর্জাতিক একটি পাচারচক্র৷ সবার অগোচরে অমূল্য অ্যান্টিকগুলো দেশ থেকে হঠাৎ হাওয়া হয়ে গেলেও গত তিন দশকেরও বেশি সময় ইটালি সরকার এ বিষয়ে কিছু করতে পারেনি৷
চার হাজার বছর আগের শিল্পকর্ম!
যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা শিল্পকর্মগুলোর মধ্যে এমনকি খ্রীষ্ট পূর্বাব্দ নবম শতকের নিদর্শনও রয়েছে৷ এক বিবৃতিতে ইটালির সংস্কৃতি মন্ত্রণালয় জানায়,ইট্রুস্কান সভ্যতা, ম্যাগনা গ্রেসিয়া এবং ইম্পেরিয়াল রোমের সময়ের দুর্লভ কিছু নিদর্শনও রয়েছে পুনরুদ্ধার করা শিল্পকর্মের তালিকায়৷
মেনিল কালেকশন মিউজিয়ামেও!
শিল্পকর্মগুলো ইটালিতে ফেরানোর আগে নিউইয়র্কে এক প্রদর্শনীর আয়োজন করা হয়৷ আয়োজক কর্তৃপক্ষে এক বিবৃতিতে জানায়, প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মের মধ্যে ১৪৫টি ফিরে পাওয়া সম্ভব হয়েছে মূলত একটি অ্যান্টিক ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ায়৷ এছাড়া ৬৫টি শিল্পকর্ম এসেছে যুক্তরাষ্ট্রের হাউস্টন শহরের মেনিল কালেকশন মিউজিয়াম থেকে৷
কী কী আছে?
তিন দশকেরও পরে ফিরে পাওয়া সব শিল্পকর্ম যে একেবারে অক্ষত অবস্থায় আছে, তা কিন্তু নয়৷ রং করা নানা ধরনের পাত্র, কিছু প্রাচীন মুদ্রা দেখে তাই যেমন মনে হবে সেগুলো সদ্যই তৈরি হয়েছে, তেমনি একটি ভাস্কর্যের মাথা দেখেই বোঝা যাবে সেটি আসলে ভাস্কর্যের ভেঙে আনা অংশ৷
‘কৃতিত্ব’ বিচার বিভাগের
সম্প্রতি নানা ধরনের বেশ কিছু দামী শিল্পকর্ম যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার কথা জানায় ইটালির কারাবিনিয়েরি পুলিশ৷ এক বিবৃতিতে তারা জানায়, দুই দেশের বিচার বিভাগের সহযোগিতাপূর্ণ সম্পর্ক এত বছর পর শিল্পকর্মগুলোর আদি ঠিকানায় প্রত্যাবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে৷