1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশপাকিস্তান

লাহোরে রেকর্ড বৃষ্টিপাত, বন্য়া

২ আগস্ট ২০২৪

১৯৮০ সালের রেকর্ড ভাঙলো লাহোরে। ভয়াবহ বৃষ্টিতে রাস্তায় জল। বন্ধ স্কুল-অফিস-কাছারি। বিপর্যস্ত নিকাশিব্য়বস্থা।

https://p.dw.com/p/4j1PK
লাহোরে বৃষ্টি
এক ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে লাহোরেছবি: K.M. Chaudary/AP/picture alliance

বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে। এক ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৫৩ মিলিমিটার। এর আগে ১৯৮০ সালের জুলাই মাসে তিন ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছিল ৩৩২ মিলিমিটার। সেটিই ছিল সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে গেছে। ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে নিকাশিব্য়বস্থা। শহরের প্রায় সমস্ত রাস্তায় জল জমেছে। জল ঢুকে গেছে ঘরের ভিতরে। শুক্রবারও ছুটি দেওয়া হয়েছে সমস্ত স্কুল। বন্ধ অফিস-কাছারি।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে। বস্তুত, বুধ এবং বৃহস্পতিবার দিল্লি-সহ উত্তর ভারতে ব্য়াপক বৃষ্টি হয়েছে। উত্তর ভারতের হিমালয়ে তিন জায়গায় মেঘফাটা বৃষ্টি হয়েছে। পাহাড়ি নদীর জলের দাপটে ভেঙেছে দোকান, বাড়ি, রাস্তা। এক ডজনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে।

পাকিস্তানেও অন্তত একজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গেছে। জলে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কারণেই তার মৃত্য়ু হয়েছে বলে মনে করা হচ্ছে। শহরের কমিশনার শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

লাহোরের সবচেয়ে বড় জিন্না সরকারি হাসপাতালেও জল ঢুকে গেছে। ব্য়াহত হয়েছে চিকিৎসা।

পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখওয়াতেও প্রবল বৃষ্টি হয়েছে। গত তিন দিন ধরে সেখানে সমানে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি ওই অঞ্চলে এখনো পর্যন্ত ২৪ জনের মৃত্য়ু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বেশ কিছু জায়গায় ধস নেমেছে। উদ্ধারকারী দল কাজে নেমেছে।

২০২২ সাল থেকে এমন বৃষ্টিপাত দেখছে পাকিস্তান। বিশেষজ্ঞদের বক্তব্য়, জলবায়ু পরিবর্তন এবং বিষ্ব উষ্ণায়নের প্রভাবেই এমনটা ঘটছে সেখানে।

ভারতেও এর প্রভাব লক্ষ্য় করা যাচ্ছে। উত্তর ভারতের আগে দক্ষিণের কেরালায় ভয়াবহ ভূমিধস দেখা গেছে। সেখানে ১৮০ জনের মৃত্য়ু হয়েছে এখনো পর্যন্ত।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)