লাস ভেগাসে নতুন প্রযুক্তি পণ্যের মেলা
লাস ভেগাসের কনজিউমার ইলেক্ট্রনিক্স শো বা সিইএস-এ প্রদর্শিত হচ্ছে কিছু উদ্ভট এবং চমকপ্রদ প্রযুক্তি পণ্য৷ এসব পণ্য নতুন বছরে প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়তে পারে৷ চলুন দেখে নেয়া যাক সেগুলো৷
স্কেটওয়াকিং ডিভাইস
যাঁরা হেঁটে অন্যদের পেছনে ফেলতে চান, তাঁদের জন্য এই ডিভাইস৷ জুতার নীচে এটি পরে নিয়ে নিশ্চিন্তে ‘স্কেটওয়াক’ করা যায়৷ সুবিধা হচ্ছে এটি ব্যালেন্সও রক্ষা করতে পারে৷ তাই বিশেষ ঝুঁকি নেই৷
শূন্যে ভাসা স্পিকার
ঠিক কি কারণে আপনি এমন স্পিকার কিনবেন বলা কঠিন৷ তবে দেখতে কিন্তু এক্সেস সিই এয়ারটু-র এই ভাসমান স্পিকারগুলো দারুণ৷
৩৬০ ডিগ্রি ক্যামেরা
জিরোপ্যাক ৩৬০ ক্যামেরাটি একটি পূর্ণাঙ্গ এইচডি ক্যামেরা৷ এতে রয়েছে তিনটি ১৮৫ ডিগ্রি ‘ফিস আই’ ল্যান্স৷ ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে এটি লাইভ ভিডিও এবং ছবি সম্প্রচারেও সক্ষম৷ এই ক্যামেরা সবাইকেই গোয়েন্দাতে পরিণত করতে পারে৷
সবুজ উৎপাদনের ‘বাক্স’
এটি একটি এক্সওয়াইজেডপ্রিন্টিং গ্রিন বক্স৷ এতে জৈব লেটুস শাক উৎপাদন করা যায় মাত্র তিন সপ্তাহের মধ্যে৷
পরিধানযোগ্য ফিটনেস ট্র্যাকার
কতক্ষণ ঘুমাচ্ছেন, হৃকম্পনের কী অবস্থা থেকে শুরু করে শরীরের ওজন কতটা কমাতে হবে – সবই ঠিকঠাক হিসেবে করে রাখবে এই যন্ত্রটি৷ দেখতে ফ্যাশন দুরস্ত৷ তাই পরতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷
বিস্কুট এবং কেক সাজানোর যন্ত্র
এক্সওয়াইজেডপ্রিন্টিংয়ের এই থ্রিডি প্রিন্টারটি একটুকরো রুটির উপর চকলেট কুকি ডিজাইন করছে৷ এটির ব্যবহারকারী যে কোনো ডিজাইন প্রিন্টারটিতে সেট করে দিতে পারেন৷ এরপর সেরকম চকলেটের ডিজাইন প্রিন্ট হবে৷
অত্যন্ত জরুরি!
ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল ডিসপ্লেসমৃদ্ধ ৩৬ ইঞ্চি সাইজের এই চুলার দাম ৮,৯৯৯ মার্কিন ডলার৷ এটির এত দাম কেন? – তা অবশ্য জানা যায়নি৷ তবে নতুন প্রযুক্তি যেহেতু রয়েছে, ফলে কিছু সুবিধা হয়ত পাওয়া যাবে৷
বন্ধুহীন ‘স্নোবোর্ডারদের’ জন্য
যেসব স্নোবোর্ডারদের বন্ধু নেই, তাদের জন্য এটি৷ এই বোর্ডের সঙ্গে স্মার্টফোনের একটি অ্যাপ জুড়ে বোর্ডার তার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন৷ এভাবে পরবর্তীতে তিনি তার ভুলত্রুটিগুলো শনাক্ত এবং শোধরাতেও পারবেন৷
লাস ভেগাসে সিইএস ২০১৫
পৃথিবীর সবচেয়ে বড় ইলেক্ট্রনিক্স কনজিউমার শো সিইএস ২০১৫ অনুষ্ঠিত হয়েছে জানুয়ারির ৬ থেকে ৯ তারিখ অবধি৷ প্রযুক্তি দুনিয়া কোন পথে আগাচ্ছে তার পরিষ্কার একটি ধারণা পাওয়া যায় এই শো থেকে৷