রোহিঙ্গাদের নৌকা ভিড়তে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
২৩ এপ্রিল ২০২০অ্য়ামনেস্টি ইন্টারন্য়াশনাল বলছে, করোনা ভাইরাস ছড়াতে পারে এই কারণ দেখিয়ে মালয়েশিয়া ঐ ট্রলার দুটি তাদের উপকূলে ভিড়তে দেয়নি।
মানবপাচারকারীদের মাধ্য়মে রোহিঙ্গারা মালয়েশিয়ায় যাচ্ছিল বলে জানা গেছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্য়ে সংঘর্ষের পর সেখান থেকে ট্রলার দুটি আসতে পারে, কিংবা ‘অন্য় কোথাও' থেকেও আসতে পারে। আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না বলেও জানান তিনি।
তবে রোহিঙ্গাদের উদ্ধার করতে বাংলাদেশের প্রতি আহ্ৱান জানিয়েছে অ্য়ামনেস্টি ইন্টারন্য়াশনাল।
আর রোহিঙ্গারা দারুণ ঝুঁকির মধ্য়ে আছে বলে উদ্ৱেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। তারা শরণার্থীদের জন্য় দুয়ার বন্ধ না করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্ৱান জানিয়েছে।
গত সপ্তাহে প্রায় চারশ রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার বাংলাদেশে ভিড়েছিল। দুই মাস আগে সেটি মালয়েশিয়ার উদ্দেশ্য়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু ঢুকতে না পেরে ফিরে আসে। খাবারের অভাবে ট্রলারে থাকা বেশ কয়েকজন মারা যান বলে জানিয়েছেন রোহিঙ্গারা। মরদেহগুলো সাগরে ফেলে দেয়া হয়েছে।
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)