1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবোকপ, পাতানো খেলা, ট্রান্স এশিয়ান রেলওয়ে

১০ জুলাই ২০১১

হরতালে রাজধানীর পথে পথে পিকেটার ধরবে রোবোকপ৷ ঘরোয়া ফুটবলে একটি ম্যাচ অন্তত পাতানো বলে স্বীকৃতি পেল৷ ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ৷

https://p.dw.com/p/11sMw

ঢাকার রাস্তায় রোবোকপ! যেন নতুন সায়েন্স ফিকশন ফিল্মের শ্যুটিং

ফিল্ম নয়, ভিডিও গেম নয়, নিছক সত্য৷ সমকালে সেই রোবট পুলিশের ছবিও বেরিয়েছে৷ ঢাকা মেট্রোপলিটান পুলিশ হরতালে পিকেটারদের ধাওয়া করতে ৪০ জন রোবট পুলিশ নামাচ্ছে, এই হল সমকালের খবর৷ এই রোবোকপ'রা বিশেষভাবে প্রশিক্ষিত৷ তাদের সাজপোশাকের বিশেষত্ব হল ধাতুর তৈরী এক বিশেষ ধরনের পাত৷ ঐ পাত দিয়ে সৃষ্ট বডি আর্মার গুলি ককটেল, বোমা, আগুন থেকে তাদের রক্ষা করতে সমর্থ৷ বিএনপি-জামায়াত দু'দিনের হরতালের সময় এ'রকম ২০ জন রোবোকপ'কে পরীক্ষামূলকভাবে পথে নামানো হয়েছিল৷

বাংলাদেশেও এবার খেলা পাতানো নিয়ে কেলেঙ্কারি

প্রথম আলোর প্রতিবেদক বিষয়টা এ'ভাবে উপস্থাপনা করেছেন: ‘বিশ্ব ফুটবলকে বহু দিন ধরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে পাতানো খেলা৷ বাংলাদেশও এর ব্যতিক্রম নয়৷ তবে বাকি বিশ্বের সঙ্গে বাংলাদেশ বরাবরই একটা দূরত্ব বজায় রেখেছে৷ অনেক দেশে পাতানো খেলার বহু দৃষ্টান্তমূলক শাস্তি হলেও বাংলাদেশে প্রকাশ্যে পাতানো খেলেও ধরাছোঁয়ার বাইরে থাকে৷ অবশেষে সেই অচলায়তন কিছুটা হলেও ভাঙল৷'

কিভাবে

গত ১১ জুন বাংলাদেশ লিগে শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচটি পাতানো ছিল, এই অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন লিগ কমিটি তদন্ত করে জরিমানা এবং কিছু খেলোয়াড়-কর্মকর্তা-কোচের নিষেধাজ্ঞার সুপারিশ দিয়েছে৷ কিন্তু বাই - ল' - তে নেই, বলে এর বেশি এগোতে চায়নি৷

ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরের সঙ্গে বাংলাদেশ

হ্যাঁ, কুলাউড়া-শাহবাজপুর সেকশনের মাধ্যমে ঠিক সেই সংযোগই সাধন করা হবে, জানাচ্ছে দৈনিক জনকণ্ঠ৷ সেকশনটি দীর্ঘদিন বন্ধ ছিল৷ তাকে ফের চালু করতে ব্যয় হবে প্রায় ১১৮ কোটি টাকা৷ ‘সরকারের নিজস্ব অর্থায়নে মৌলভীবাজার জেলার কুলাউড়া, শাহবাজপুর ও বড়লেখা উপজেলায় ৪২ দশমিক ৩৯ কিলোমিটার লাইনসহ আন্যান্য অবকাঠামো পুনর্বাসন হবে, যাত্রাবাহী ও মালবাহী ট্রেনের দ্রুত ও নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং আঞ্চলিক যোগাযোগ স্থাপন হবে৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়