রোজায় পাঁচ মুসলিম দেশের খাদ্যমূল্য পরিস্থিতি
বাংলাদেশে রোজার সময় চাহিদা বাড়ে এমন পণ্যের দাম বাড়া নিয়মিত ঘটনা৷ অন্যদেশগুলোর কী অবস্থা?
ইন্দোনেশিয়া
ডিডাব্লিউর জাকার্তা প্রতিনিধি ফিকা রামাদানি জানান রোজা, বড়দিন, নববর্ষের সময় চাল, চিনি, রান্নার তেল, ডিম, মুরগির মাংস, মরিচ ইত্যাদির দাম বাড়ে৷ কেউ বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন হয়৷ তবে সরকারের দাবি, রোজার সময় প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে৷ তারপরও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেন, যে কারণে দাম বেড়ে যায়৷ লাল মরিচ, মাংস ও চালের দাম রোজায় ১০ থেকে ৩০ শতাংশ বেড়েছে৷
পাকিস্তান
পাকিস্তানে রোজায় পেঁয়াজ, আলু, বাঁধাকপি, মরিচ, ক্যাপসিকাম, কলা, আপেল এবং তরমুজের মতো ফলমূলের দাম বেড়েছে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন৷ অল্প সময়ে বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে পত্রিকাটির এক প্রতিবেদনে জানানো হয়৷
সংযুক্ত আরব আমিরাত
রোজার সময় অনুমোদন ছাড়া নয়টি খাদ্যপণ্যের দাম বাড়ানো যাবে না বলে মেমো প্রকাশ করেছে দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়৷ এগুলো হলো রান্নার তেল, ডিম, দুগ্ধজাত খাবার, চাল, চিনি, মুরগি, লেবু, রুটি এবং গম৷
নাইজেরিয়া
আফ্রিকার সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ নাইজেরিয়ায় রোজার আগে খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতি ছিল প্রায় ৩৫ শতাংশ৷ প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু গতবছর ক্ষমতায় এসে জ্বালানির ভর্তুকি বাতিল করেন ও মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন৷ সে কারণে দেশটিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে৷ এই অবস্থায়ও ব্যবসায়ীরা রোজার শুরুতে বেশি লাভের আশায় দাম বাড়িয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে৷
বাংলাদেশ
রোজা যত ঘনিয়ে আসে খাদ্যসামগ্রীর দাম তত বাড়তে থাকে৷ ডিডাব্লিউর কন্টেন্ট পার্টনার ডেইলি স্টার জানিয়েছে, রোজার প্রথমদিন বেশিরভাগ পণ্যের দামই কিছুটা বাড়তি ছিল৷ অনেক ক্রেতা মনে করেন, দাম বাড়িয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করেন৷ ব্যবসায়ীরা আবার একে অন্যকে দোষ দেন৷ খুচরা বিক্রেতারা দায়ী করেন পাইকারদেরকে, আর পাইকাররা দায় দেন আমদানিকারক ও উৎপাদকদের৷ ব্যবসায়ীরা পথেঘাটে চাঁদাবাজির অভিযোগও করেন৷