রোজার সময় ঘরে নামাজ পড়ার পরামর্শ
২০ এপ্রিল ২০২০আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস৷ এই মাসে সাধারণত মুসলমানদের মধ্যে ধর্মচর্চা বেড়ে যায়৷ অনেকেই এই মাসে রোজা রাখার পাশাপাশি মসজিদে একসঙ্গে তারাবির নামাজ পড়েন৷ তবে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অনেক দেশ মসজিদে নামাজ পড়া আপাতত বন্ধ রেখেছে৷
সৌদি সিনিয়র স্কলারস’ কাউন্সিল রোববার জানিয়েছে যে, তারাবিসহ অন্যান্য নামাজ মুসলমানরা ঘরেই পড়তে পারে যদি সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ সেই পরামর্শ দিয়ে থাকে৷
‘‘মুসলমানদের গণজমায়েত পরিহার করা উচিত, কেননা, বিভিন্ন গবেষণায় গণজমায়েতকে করোনা সংক্রমণের মূল উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে,’’ কাউন্সিল জানিয়েছে৷
প্রসঙ্গত, রমজানের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি খাওয়া, পান করা এবং ধূমপান থেকে বিরত থেকে রোজা রাখেন অনেক মুসলমান৷ এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের মসজিদে একসঙ্গে ইফতার করারও রেওয়াজ রয়েছে৷ তবে সৌদি কাউন্সিলের তরফ থেকে এবার রমজানের সময় একসঙ্গে খাওয়াদাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে৷ কাউন্সিল সবাইকে এটাও মনে করিয়ে দিয়েছে যে, ইসলামে জীবন বাঁচানোর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে৷ ফলে, করোনা মহামারির এই সময়ে নিরাপদ থাকা জরুরি৷
উল্লেখ্য, ইসলামের জন্মস্থান সৌদি আরবে মসজিদে নামাজ পড়া এবং মক্কা ও মদিনায় ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে৷ দেশটিতে রবিবার অবধি করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৯৭ জন৷ দেশটিতে সরকারি হিসেবে করোনা আক্রান্তের বর্তমান সংখ্যা ৯,৩৬২, যা আরব দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷
এআই/এসিবি (ডিপিএ)
১০ এপ্রিলের ছবিঘরটি দেখুন...