রেফারিকে ধাক্কা মেরে ক্লাব ছাড়তে হলো লিওনার্দোকে
১১ জুলাই ২০১৩লিওনার্দো খেলোয়াড় হিসেবে শুধু '৯৪-এর বিশ্বকাপ নয়, '৯৭-এর কোপা অ্যামেরিকা এবং ফিফা কনফেডারেশন্স কাপও জিতিয়েছিলেন ব্রাজিলকে৷ ১৯৯০ থেকে ২০০২ – এই ১২ বছরে জাতীয় দলের সঙ্গে স্মরণীয় সাফল্যের পাশাপাশি কিছু ভুলে যাওয়ার মতো স্মৃতিও রয়েছে তাঁর৷ যেবার বিশ্বকাপ জিতিয়েছেন সেবারই লাল কার্ড দেখতে হয়েছিল মেজাজি এই খেলোয়াড়কে৷ অনেকগুলো ভাষা জানার জন্য প্রশংসিত ছিলেন তিনি৷ নিন্দিতও হয়েছেন মেজাজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে৷ আর এ বছর সেই নিন্দনীয় কাজের জন্যই আবার আলোচনায় এসেছেন এই ব্রাজিলিয়ান৷
ঘটনাটা গত মে মাসের৷ চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলছিল লিওনার্দোর ক্লাব পারি স্যাঁ জারম্যাঁ (পিএসজি)৷ সেই ম্যাচে রেগে গিয়ে এক রেফারিকে ধাক্কা দিয়েছিলেন পিএসজি-র স্পোর্টিং ডিরেক্টর৷ শাস্তি হিসেবে সব ম্যাচ থেকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে৷ শাস্তি কমানোর আশায় আপিল করেছিলেন লিওনার্দো৷ কিন্তু ফরাসি ফুটবল ফেডারেশন শাস্তি না কমিয়ে উল্টো বাড়িয়ে দিয়েছে৷ নয় মাস হয়ে গেছে ১৩ মাস! তার মানে এক বছরেরও বেশি সময় খেলার মাঠের বাইরে থাকতে হবে তাঁকে৷ বাধ্য হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ৪৩ বছর বয়সি এই সাবেক ফুটবলার৷ পিএসজি-ও পদত্যাগ পত্র গ্রহণ করে ক্লাবকে কিছুদিন দারুণ সেবা দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে লিওনার্দোকে৷
এসিবি/ডিজি (এএফপি)