1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

১০ এপ্রিল ২০১৯

ইসরায়েলের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও ডানপন্থি জোট আবারও বামপন্থি দলগুলোকে হারিয়ে বিজয় অর্জন করেছে৷ অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর দল জোট সরকার গঠন করতে যাচ্ছে৷

https://p.dw.com/p/3GXX4
Parlamentswahl in Israel
ছবি: picture-alliance/dpa/O. Weiken

নেতানিয়াহু রেকর্ড পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন৷ পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে লিকুদ পার্টি ও তাদের শরিক ডানপন্থি দলগুলো পেয়েছে ৬৫টি আসন৷

প্রাথমিক ফল ঘোষণার পর নেতানিয়াহু তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘‘আমি আসলেই আবেগাপ্লুত, কারণ পঞ্চমবারের মতো ইসরায়েলের জনগণ আমার উপর আস্থা রেখেছেন৷ আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, এটা ডানপন্থি সরকার হবে, কিন্তু আমি ইসরায়েলের সব নাগরিকের প্রধানমন্ত্রী, সেটা বামপন্থি, ডানপন্থি, ইহুদি এবং অইহুদি সবার৷''

নতুন যে সরকার হতে যাচ্ছে, তা দেশের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি সরকার৷

নির্বাচনের শেষ দিনগুলোর প্রচার-প্রচারণায় নেতানিয়াহু ডানপন্থি সমর্থকদের উদ্দেশে পশ্চিম তীর দখলের আহ্বান জানিয়েছিলেন৷ তাঁর এই আহ্বানের ফলে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তির সম্ভাবনা আরও দূরে সরে গেছে৷ সমালোচকদের মতে, নেতানিয়াহুর এই মনোভাব ইসরায়েলের ইহুদি এবং গণতান্ত্রিক মনোভাবের সঙ্গে সংঘাতপূর্ণ৷

আরব সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য আরব নেতারা নেতানিয়াহুকে দায়ী করে আসছেন৷ দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশ আরব নাগরিক৷ আরব সংখ্যাগরিষ্ঠ হাদাস-তায়াল পার্টি নির্বাচনে ৬টি আসনে জয় পেয়েছে৷

 ইসরায়েলে ৩০ বছর শাসন করা লেবার পার্টি মাত্র ৬টি আসন পেয়েছে৷ ধর্মনিরপেক্ষ দল মেরেৎস পার্টি পেয়েছে ৪টি আসন৷ কট্টরপন্থি শাস এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম এই দুই দল ৮টি করে আসনে জয় পেয়েছে৷

শুক্রবার ইসরায়েলের নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে৷ সেদিন প্রেসিডেন্ট রুভেন রিভলিন অন্য দলগুলোর সঙ্গে সরকার গঠনের জন্য আলোচনা করবেন৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য