রিষড়া পরিদর্শনে রাজ্যপাল, দিলেন কড়া বার্তা
৪ এপ্রিল ২০২৩রবিবারের পর সোমবারও হুগলি জেলার রিষড়ায় অশান্তির ঘটনা ঘটে। বিক্ষোভের জেরে রেলপথে বাধা তৈরি হওয়ায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। গভীর রাত পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্যপাল বোস তার উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে আসেন মঙ্গলবার সকালে।
শোভাযাত্রায় হামলা ও পাল্টা হামলার অভিযোগে দিন তিনেক ধরে উত্তেজনা হুগলির শিল্প শহরে। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দুপুরে রাজ্যপাল রিষড়ায় পৌঁছান। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সাধারণ মানুষ তার কাছে সুরক্ষার দাবি জানান।
রিষড়া থেকে শ্রীরামপুরের দিকে, চার নম্বর রেলগেট চত্বরে তুমুল উত্তেজনা ছিল সোমবার রাতে। সেখানে যান রাজ্যপাল। চন্দননগরের নগরপাল অমিত পি জাভালগির সঙ্গে কথা বলেন তিনি।
রাজ্যপাল এরপর রিষড়া স্টেশনের প্ল্যাটফর্ম ঘুরে দেখেন। সেখানকার রেল কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে সোমবার রাতের ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন।
রিষড়ায় দাঁড়িয়ে রাজ্যপালেরকড়া বার্তা, ''বাংলায় শান্তি প্রতিষ্ঠা করা হবে। শান্তি ফেরাতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে। নিজেরা বাঁচুন ও অপরকে বাঁচতে দিন। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করছে, তাদের ছাড় দেয়া হবে না। দুর্বৃত্তরা থাকবে ফাটকের ভিতরে।'' রিষড়ার ঘটনায় আহতদের দেখতে কলকাতার এসএসকেএম হাসপাতালে যান বোস।
রাজ্যের সাংবিধানিক প্রধান জি-২০ বৈঠকে যোগ দিতে উত্তরবঙ্গে গিয়েছিলেন। বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল তার।
এ সব কর্মসূচি বাতিল করে রাজ্যের সাংবিধানিক প্রধানের রিষড়া সফর। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী ডয়চে ভেলেকে বলেন, ''রাজ্যপালকে এর আগে এতটা সক্রিয় দেখা যায়নি। হয়তো কেন্দ্র চাইছে রাজভবন তৎপর হোক। তাই রাজ্যকে শুধু বার্তা দিয়েই তিনি বসে থাকেননি, ঘটনাস্থলে পৌঁছেছেন।''
চলতি গন্ডগোল নিয়ে শাসক ও বিরোধীদের চাপানউতর চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় বলেছেন, ''বিজেপি অশান্তি ছড়াচ্ছে। বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে আসছে।'' বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, ''রামনবমীর মিছিলে কারা বোমা মারল, সেটা পুলিশ-প্রশাসন দেখছে না। তারা পক্ষপাতমূলক আচরণ করছে।''
উত্তরবঙ্গ থেকেই পুলিশকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। এবিপি আনন্দকে দেয়া প্রতিক্রিয়ায় বলেন, ''পুলিশকে নির্ভয়ে নিরপেক্ষ ভাবে কর্তব্য করতে হবে। বস্তুনিষ্ঠ হতে হবে। দায়বদ্ধ থাকতে হবে। দ্রুত পদক্ষেপ করতে হবে।''
ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুরেও উত্তেজনা ছড়িয়েছিল। এই এলাকায় আয়োজিত শোভাযাত্রায় অস্ত্র-সহ অংশ নেয়ার অভিযোগে হাওড়া পুলিশ মুঙ্গের থেকে গ্রেপ্তার করেছে এক যুবককে। ধৃত সুমিত সাউ হাওড়ার সালকিয়ার বাসিন্দা।