রিমোট কন্ট্রোল ভেন্টিলেটরের নকশা করেছেন পোলিশ বিজ্ঞানীরা
১২ জুন ২০২০এই ভেন্টিলেটরের নাম দেয়া হয়েছে ‘রেসপিসেভ’৷ এই ভেন্টিলেটরের রিডিংগুলো ডাক্তাররা অ্যাপের সাহায্যে হাসপাতালের যে কোনো অংশ থেকে দেখতে পারবেন৷ নকশাকারীদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে রয়টার্স৷
যদি কোনো কারণে ভেন্টিলেটরের সংযোগ খুলে যায়, কিংবা রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাহলে ডাক্তারদের কাছে সতর্কতা নোটিফিকেশন আসবে৷
প্রকল্পটির উপদেষ্টা লুকাস সজারপাক বলেন, এই ভেন্টিলেটর ব্যবহার করলে ডাক্তারদের রোগীর সরাসরি সংস্পর্শে আসার হার কমবে৷ ডাক্তারসহ স্বাস্থ্যসেবাকর্মীরা, বিশেষ করে গুরুতর অবস্থার রোগীদের সেবা দেন, তারা নিজেরা অসুস্থ হবার ঝুঁকিতে বেশি রয়েছেন৷ কারণ, অনেকের কাছেই পর্যাপ্ত সুরক্ষা পোশাক বা উপকরণ নেই৷
প্রকল্প সংশ্লিষ্টরা এই ভেন্টিলেটরের দাম কত হতে পারে তা নির্দিষ্ট করে না বললেও এটি প্রচলিত ভেন্টিলেটরের চেয়ে কম দামে পাওয়া যাবে বলে জানিয়েছেন৷ আগামী কয়েকমাসের মধ্যে পোল্যান্ডের বাজারে মিলবে এই ভেন্টিলেটর৷ এরপর সারাবিশ্বে ছড়িয়ে দেয়া হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা৷ করোনা ভাইরাসের বিস্তারের পর সারাবিশ্বে ভেন্টিলেটরের চাহিদা বেড়ে গেছে৷
জেডএ/কেএম (রয়টার্স)