1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জবি ছাত্রলীগের কমিটি স্থগিত

১ জুলাই ২০২২

প্রেসিডেন্ট আবদুল হামিদের ছেলে রিয়াদ আহমেদ তুষারের গাড়িচালককে মারধরের ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে৷

https://p.dw.com/p/4DXNK
প্রতীকী ছবিছবি: bdnews24.com

শুক্রবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো৷’’ তবে বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কারণ বলা হয়নি৷ এ বিষয়ে জানতে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করেও সাড়া পায়নি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা জানাচ্ছেন, রাষ্ট্রপতির ছেলের গাড়ি চালককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের লোকজনই মারধর করেছে৷ তাই আপাতত কমিটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে৷

গত রোববার ওয়ারীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম হলের কাছে কৌশিক সরকার সাম্য নামে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এক শিক্ষার্থী রাষ্ট্রপতির ছেলের গাড়ি চালককে মারধর করে৷ সোমবার সন্ধ্যায় ওয়ারী থানায় কৌশিকসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী নজরুল ইসলাম৷

কৌশিক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত৷ তার ফেসবুক ওয়ালে আখতারের সঙ্গে ছবি ছাড়াও নিয়মিত ছাত্রলীগকেন্দ্রিক পোস্ট শেয়ার করতে দেখা যায়৷

এদিকে কর্মীদের দিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি করার ঘটনাও সামনে আসছে বলে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের এক সহসভাপতি৷

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ‘‘ইব্রাহিম ও আখতারকে সভাপতি-সম্পাদক করে কমিটি ঘোষণার পর থেকেই পুরান ঢাকা এলাকায় তারা বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেছে৷ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিসিটিভির ফুটেজ তো সবার কাছেই আছে৷’’

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য একাধিকবার ফোন করা হলেও ইব্রাহিম ও আখতার ফোন ধরেননি৷

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ‘প্রেমঘটিত' কারণে মারামারির জেরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করা হয়৷ তিন বছর পর ইব্রাহিম ফরাজী ও আখতার হোসেনের নেতৃত্বে গত ১ জানুয়ারি নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্ৰীয় ছাত্রলীগ৷

 এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)