রাশিয়ার বিজয় দিবস, সামরিক কুঁচকাওয়াজ
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে পরাজিত করার দিনটি স্মরণ করেছে রাশিয়া৷ ৯ মে’কে বিজয় দিবস হিসেবে চিহ্নিত করে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে কুঁচকাওয়াজ করে দেশটির সামরিক বাহিনী৷
রেড স্কয়ারে উদযাপন
১৯৪৫ সালের ৯ মে মধ্যরাতে জার্মান বাহিনি আত্মসমর্পন চুক্তিতে সই করে৷ ফ্রান্স ও ইংল্যান্ড এই দিনটি উদযাপন করে ৮ মে৷ রাশিয়া করে একদিন পর৷ দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এই রেড স্কয়ারের কুঁচকাওয়াজে সভাপতিত্ব করেন৷
টি-৩৪ ট্যাংক
রাশিয়ার সেনাবাহিনী কুঁচকাওয়াজ শুরু করে ঐতিহ্যবাহী সমরাস্ত্র টি-৩৪ মডেলের ট্যাংক প্রদর্শনের মাধ্যমে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবেক সোভিয়েত বহরের স্মারক এই ট্যাংকটি রেড স্কয়ারের প্যারেডে সেনাসজ্জিত করে উপস্থাপন করা হয়৷ সামনে ছিল জার্মানির বিরুদ্ধে লড়াই করা সাবেক সোভিয়েত ইউনিয়ন ফ্রন্টের পতাকাটি৷
যৌথ উদযাপন
এ বছর কেবল বিজয় দিবস উদযাপন করেনি রাশিয়া, সেই সাথে সাবেক সোভিয়েত ইউনিয়ন গঠনের সময় গঠিত রেড আর্মিরও ১০০ বছর উদযাপন করে দেশটি৷ ১৩ হাজার সৈন্যের একটি দল একই ছন্দে মনোরম এক প্যারেড করে৷ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাথে এক বৈঠক উপলক্ষ্যে মস্কোয় ছিলেন৷ তাঁরা দু’জনই এ প্যারেডে উপস্থিত থেকে উপভোগ করেন৷
মিসাইল লঞ্চার প্রদর্শন
রাশিয়ার সেনবাহিনী নিয়ে এসেছিল মিসাইল লঞ্চার ইস্কান্দার-এম, যা পারমাণবিক বোমা বহণে সক্ষম৷ রাশিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা এখন পর্যন্ত সাড়ে ১৪শ’৷ অপর পরাশক্তি অ্যামেরিকার চেয়ে যা ১০০টি বেশি৷
দর্শক
মোট ১৫৯টি সমরাস্ত্র প্রদর্শিত হয়৷ এর মধ্যে ক্ষেপণাস্ত্র বহণ করা মিগ-৩১ মডেলের সুপারসনিক ইন্টারসেপ্টর বিমান ছিল৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্যারেডে প্রদর্শিত অনেক নতুন অস্ত্রই সিরিয়ার যুদ্ধে ব্যবহার করা হয়েছে৷ নতুন সরঞ্জামের মধ্যে ড্রোন, মাইনমুক্ত করার রোবট এবং মানুষবিহীন ট্যাংক রয়েছে৷ এমনকি সূর্যের কড়া রোদ থাকা সত্ত্বেও আকর্টিকের একটি ইউনিট এতে অংশ নেয়৷ অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা৷
‘রাশিয়ার অবদান মোছা যাবে না’
অনুষ্ঠানের বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন বলেন, ‘‘ইউরোপকে দাসত্বের হাত ও গণহত্যার ভয়াবহ অভিজ্ঞতা থেকে বাঁচানোতে রাশিয়ার অবদান অনেকেই মুছে দিতে যায়, কিন্তু তা কখনো সম্ভব নয়৷’’
পুটিনের বাবা
সাম্প্রতিক বছরগুলোয় অনেকেই রাশিয়ার বিজয় দিবসের এই প্যারেডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী তাঁদের পূর্বপুরুষদের ছবি নিয়ে আসেন৷ এ বছর পুটিন নিজের যোদ্ধা বাবা ভ্লাদিমির স্পিরিডোনোভিচ পুটিনের ছবি নিয়ে আসেন৷
বিমান
মিগ ও সুকোয়া মডেলের জেট প্রদর্শনীর ওপর দিয়ে ওড়ে৷ রাশিয়ার এলিট বাহিনী ‘রাসকিয়া ভিটাইজি’-র একটি দল কুঁচকাওয়াজের উপর দিয়ে রঙিন ধোঁয়া ছেড়ে রাশিয়ার পতাকা নিয়ে মিগ-২৯ এবং সু-৩০ মডেলের বিমান নিয়ে উড়ে যায়৷
স্নাইপার
কেবল রেড স্কয়ারের প্যারেড মাঠেই সেনাবাহিনীর প্রদর্শনী চলছিল না৷ স্নাইপাররাও তৈরি ছিলেন৷ রেড স্কয়ার মস্কোর একেবারে মধ্যখানে এবং ক্রেমলিনের প্রেসিডেন্ট হাউজের পাশেই অবস্থিত৷