1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

রাশিয়ার তেলের দাম ঠিক করবে জি-সেভেন

৬ সেপ্টেম্বর ২০২২

রাশিয়ার তেলের দাম নির্দিষ্ট করে দিতে সম্প্রতি একমত হয়েছে শিল্পোন্নত সাত দেশের সংগঠন জি-সেভেন৷ তারা মনে করছে তেল বিক্রির টাকা ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে রাশিয়া৷

https://p.dw.com/p/4GTaR
Russland Öl Energie
ছবি: Vitaly Nevar/REUTERS

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা বিশ্ব৷ তাদের আশা ছিল এর ফলে রাশিয়ার অর্থনীতির উপর চাপ পড়বে৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাশিয়ার তেল বিক্রি বেড়েছে৷ আর গ্যাসের দাম বাড়িয়েও রাশিয়ার আয় অনেক বেড়ে যাচ্ছে৷ রাশিয়ার অর্থনীতি বিষয়ক মন্ত্রী আশা করছেন, এ বছর জ্বালানি রপ্তানি ৩৮ শতাংশ বাড়তে পারে৷

এই অবস্থায় রাশিয়ার আয় কমাতে তেলের দাম নির্ধারণ করে দিতে চাইছে জি-সেভেন৷ এক্ষেত্রে পণ্যবাহী জাহাজের বিমা কোম্পানির মালিকানা থাকার সুবিধা কাজে লাগাতে চাইছে তারা৷ কারণ বিশ্বের এমন সব বিমা কোম্পানির ৯০ শতাংশের মালিক জি-সেভেন দেশগুলো৷ ফলে রাশিয়া তেল রপ্তানি করতে চাইলে যত জাহাজ লাগবে, তার একটি বড় অংশই পশ্চিমা বিমা কোম্পানি থেকে বিমা করা জাহাজ৷ এসব জাহাজ ভবিষ্যতে রাশিয়ার তেল বহন করতে চাইলে সেই তেলের দাম জি-সেভেনের ঠিক করে দেয়া দাম বা তার কমে হতে হবে৷ অবশ্য নির্দিষ্ট দামটা কত হবে, তা এখনও জানায়নি জি-সেভেন৷ তারা বলছে জি-সেভেন সদস্য নয় এমন রাশিয়ার তেলের আমদানিকারক বড় দেশ, যেমন চীন ও ভারতের সঙ্গে আলোচনা করে দাম ঠিক করা হবে৷

যদিও চীন ও ভারত জি-সেভেনের এই উদ্যোগে যোগ দেবে কিনা, তা নিশ্চিত নয়৷ কারণ রাশিয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যেসব দেশ জি-সেভেনের সঙ্গে যোগ দেবে তাদের কাছে তেল বিক্রি করা হবে না৷

ফলে জি-সেভেনের উদ্যোগ সফল হবে কিনা তা নিশ্চিত নয়৷

আর্থার সুলিভান/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য