1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়াকে সতর্ক করল জার্মানি

৯ মার্চ ২০১৭

দু’টি বিষয়ে এই সতর্কবাণী উচ্চারণ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল৷ রাশিয়া সফরে গিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি৷

https://p.dw.com/p/2YuKE
মস্কোতে গাব্রিয়েলের সঙ্গে লাভরভ
ছবি: Reuters/S. Karpukhin

জার্মান পররাষ্ট্রমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘‘আমরা নতুন এক অস্ত্র প্রতিযোগিতায় প্রবেশ করছি বলে আমাদের উদ্বেগ হচ্ছে৷’’ তিনি ইউক্রেন সংকটকে ঘিরে রাশিয়া ও ন্যাটোর সৈন্য মোতায়েনের বিষয়টি উল্লেখ করেন৷ রাশিয়া তার পশ্চিম সীমান্তে সৈন্য মোতায়েন করায় ন্যাটো (জার্মানি যার সদস্য) পোল্যান্ড ও বলকান রাষ্ট্রসমূহের পুবে চার হাজার সেনা মোতায়েন করেছে৷ রাশিয়ার পদক্ষেপের কারণেই এটি করা হয়েছে বলে বুধবার জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

তবে ইউক্রেন পরিস্থিতির দিকে নিরপেক্ষভাবে নজর রাখা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ-এর (ওএসসিই) কার্যক্রম আরও বাড়াতে একমত হয়েছেন রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা৷ তাঁরা মনে করেন, ২৪ ঘণ্টাই তাদের কার্যক্রম চালাতে হবে৷

এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচন ‘হ্যাক’ করার অভিযোগ ওঠায় রাশিয়া যেন সেপ্টেম্বরে জার্মানিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের ক্ষেত্রেও একই উদ্যোগ না নেয়, সে ব্যাপারে দেশটিকে সতর্ক করে দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

দিনের শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গেও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা৷ তার আগে রাশিয়া সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন পুটিন৷ সিরিয়া পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়৷ তথা কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন নেতানিয়াহু৷ তবে শিয়া গোষ্ঠী হেজবুল্লাহ বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করতে ইরান ও হেজবুল্লাহর সহযোগিতা নিচ্ছে রাশিয়া৷

ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানেরও বৃহস্পতিবার দিনের শেষে মস্কোয় পৌঁছানোর কথা৷ তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হবে শুক্রবার৷ সিরিয়া নিয়ে আলোচনা করার পাশাপাশি তাঁরা গ্যাস পাইপ লাইন ও পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা বলবেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য