1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়াকে কড়া বার্তা পশ্চিমা দেশগুলির

৭ ডিসেম্বর ২০২১

ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানিয়ে দিল অ্যামেরিকা, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং যুক্তরাজ্য।

https://p.dw.com/p/43uld
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বাইডেন। গত সেপ্টেম্বরে তোলা ছবি। ছবি: Doug Mills/CNP/picture alliance

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে। তার আগে সোমবার অ্যামেরিকা, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইটালি সারাদিন ধরে ইউক্রেন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলো। এই পশ্চিমা দেশগুলি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং জানিয়ে দিয়েছে, রাশিয়ার আগ্রাসন তারা মানবে না।

গত সপ্তাহে মার্কিন মিডিয়ার রিপোর্ট ছিল, গোয়েন্দারা মনে করছেন, রাশিয়া এবার ইউক্রেন আক্রমণ করবে। তারা সেজন্যই এক লাখ ৭৫ হাজার সেনা সমাবেশ করেছে।

শীর্ষ নেতারা আলোচনায়

অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন সোমবার ইউক্রেনের প্রেসিডন্টের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়ে দেন, ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় রাখতে অ্যামেরিকা সব ধরনের সাহায্য করবে। রাশিয়ার আগ্রাসন তারা মানবে না।

উত্তেজনার মধ্যেই রাশিয়ার সামরিক মহড়া শুরু

পরে মার্কিন প্রেসিডেন্টের অফিস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় অ্যামেরিকার প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মানির চ্যান্সেলার ম্যার্কেল, ইটালির প্রধানমন্ত্রী দ্রাঘি ও ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন।

বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, নেতারা ইউক্রেনের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং রাশিয়াকে উত্তেজনা কমাবার কথা বলেছেন। 

মাক্রোঁর অফিস জানিয়েছে, ইউরোপে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে নেতারা তাদের দায়বদ্ধতার কথা জানিয়েছেন।

সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস সোমবার বলেছেন, পুটিন সবসময় ঝুঁকি নিতে ভালোবাসেন। তিনি এই কথা মাথায় রাখছেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)