রাফার মানুষকে এলাকা ছাড়ার সুযোগ দেওয়া হবে
১৮ মার্চ ২০২৪গাজায় ইসরায়েল অভিযান চালানোর পর প্রথম রাফা সীমান্ত খোলা হয়েছিল। ওই সীমান্ত দিয়েই গাজায় ত্রাণ এবং মানবিক সাহায্য পাঠানো হচ্ছিল। কিন্তু রাফা সীমান্ত দিয়ে বেসামরিক মানুষকে গাজার বাইরে যেতে দেওয়া হচ্ছিল না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, রাফা সীমান্ত দিয়ে এবার সাধারণ মানুষকে গাজার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
গাজার দক্ষিণে অবস্থিত রাফা। গাজা স্ট্রিপে ইসরায়েল অভিযান শুরু করার পর প্রথমে আক্রমণ চালানো হয়েছিল উত্তরে। সে সময় বেসামরিক মানুষকে দক্ষিণে যাওয়ার কথা বলা হয়েছিল। গত সপ্তাহে নেতানিয়াহু গাজার দক্ষিণে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তবে রোববার তিনি জানিয়েছেন, বেসামরিক মানুষের উপস্থিতিতে সেখানে অভিযান চালানো হবে না। বরং ঠিক উল্টো কাজটিই করা হবে। রাফা থেকে সাধারণ মানুষকে অন্যত্র যাওয়ার সুযোগ দেওয়া হবে। তারা যাওয়ার পরেই অভিযান শুরু হবে।
ইসরায়েলে জার্মান চ্যান্সেলর
সম্প্রতি মধ্য-প্রাচ্যে পৌঁছেছেন জার্মান চ্যান্সলর ওলফ শলৎস। দুই দিনের সফরে তিনি নেতানিয়াহু সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, সাধারণ ফিলিস্তিনের জনগণের মৃত্যু হচ্ছে। যেভাবেই হোক এই মৃত্যু বন্ধ করতে হবে। লড়াই যত দীর্ঘ হবে, মানুষের মৃত্যুও তত বাড়বে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের দ্রুত ছাড়ার আবেদনও করেছেন শলৎস।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)