রাজকীয় বিয়ের লেগো সংস্করণ
২০১১ সালে প্রিন্স উইলিয়াম আর কেটের বিয়ের পর আবারও আরেকটি রাজকীয় বিয়ে নিয়ে ব্রিটেনসহ বিশ্বজুড়ে হৈচৈ চলছে৷ লেগো-ও এই উৎসবে তাদের মতো করে যোগ দিয়েছে৷
শুভক্ষণ
১৯ মে ব্রিটেনের প্রিন্স হ্যারি মার্কিন অভিনেত্রী মেঘান মার্কলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ লন্ডনের পশ্চিমে অবস্থিত উইন্ডসর ক্যাসেলে এই বিয়ে অনুষ্ঠিত হয়৷
লেগোল্যান্ড
লন্ডনের উইন্ডসর শহরে উইন্ডসর প্রাসাদের পাঁচ কিলোমিটারের মধ্যে ডেনিশ কোম্পানি লেগোল্যান্ডের একটি থিম পার্ক আছে৷ এত কাছে রাজকীয় বিয়ের উপলক্ষ্যকে কেন্দ্র করে তাই কোম্পানিটি তাদের পার্কে বিয়ে কার্যক্রমের একটি মডেল স্থাপন করেছে৷
৬০ ইটের মার্কল!
লেগোর টুকরোগুলো ‘ব্রিক’ (ইট) নামে পরিচিত৷ ছবিতে যে মার্কলকে দেখতে পাচ্ছেন সেটি ৬০টি লেগো ব্রিক দিয়ে তৈরি করা হয়েছে৷ সঙ্গে প্রিন্স হ্যারিও আছেন৷ তবে তাঁকে তৈরি করতে কতটি ইট লেগেছে কে জানে!
বিয়ের দিনের দৃশ্য
১৯ মে বিয়ের দিন যা যা ঘটবে, তা মডেলটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷ এই যেমন প্রিন্স হ্যারি আর মার্কল ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাবেন৷
দর্শকতো থাকবেনই
বিয়ের দিন পাত্র-পাত্রী যখন উইন্ডসর গ্রেট পার্কের লং ওয়াক ধরে ঘোড়ার গাড়িতে করে যাবেন তখন আশেপাশে প্রায় ৫০০ দর্শক থাকবেন৷ ছবিতে সেটিই দেখা যাচ্ছে৷
রানি-রাজা ও অন্যান্য
এই ছবিতে পাত্র-পাত্রীর পেছনে ডানে রানি দ্বিতীয় এলিজাবেথ, তাঁর স্বামী ডিউক অফ এডিনবরা এবং বামে পাত্রী মার্কলের বাবা-মাকে দেখা যাচ্ছে৷
কত সময় লেগেছে?
১১ জন মডেল নির্মাতা প্রায় ৬০ হাজার ইট ব্যবহার করে ৫৯২ ঘণ্টা সময় লাগিয়ে পুরো মডেলটি তৈরি করেছেন৷
স্থায়ী প্রদর্শনী
লেগো জানিয়েছে, রাজকীয় এই বিয়ের দিনের দৃশ্য সম্বলিত মডেলটি উইন্ডসরে তাদের থিম পার্কে স্থায়ীভাবে প্রদর্শিত হবে৷