1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজকীয় বিয়ের উপহার হিসেবে একপাল গরু!

২৫ এপ্রিল ২০১১

কোন বিয়েতে কী উপহার দেয়া যেতে পারে তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি বৈকি! প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটনের বিয়েতে কী উপহার দেয়া যায়? তাঁরা কী পেতে পারেন? সবচেয়ে বড় প্রশ্ন তাঁদের কী নেই – যা উপহার হিসেবে তাদের দোওয়া যায়?

https://p.dw.com/p/113V8
ছবি: AP

এক পাল গরু দিলে কেমন হয়?

প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন তাঁদের বিয়েতে শুভাকাঙ্খীদের কাছ থেকে কোন উপহার নিচ্ছেন না৷ তাঁরা অনুরোধ করেছেন, যে অর্থ বরাদ্দ করা হয়েছে উপহারের জন্য তা যেন চ্যারিটিতে দান করে দেয়া হয়৷ এটা কোন কথা হল? তবে, এটা যদি বর-কনের ইচ্ছে থাকে তাহলে কী আর করা!

বেশ কিছু দামী উপহার এসেছিল ব্রিটেনে প্রিন্স চার্লস আর লেডি ডায়ানার বিয়ের সময়৷ ক্যানাডার সরকার বিভিন্ন ধরণের অ্যান্টিক আসবাব-পত্র উপহার দিয়েছিলেন৷ সেই সঙ্গে এসেছিল অত্যন্ত দামী একটি পালঙ্ক, যাকে বল হয় ফোর-পোস্টার বেড৷ এসবই এসেছিল তিরিশ বছর আগে৷ অস্ট্রেলিয়া দিয়েছিল খাঁটি রূপার ২০টি প্লেট এবং ট্রে৷

দিন পাল্টেছে, পাল্টেছে যুগ এবং সময়৷ প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন কোন উপহার নেবেন না৷ উপহারের জন্য বরাদ্দ অর্থ তাঁরা দান করে দিতে চান৷ এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যে ভূমিকম্প হয়েছে তার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক৷ উইলিয়াম এবং কেট সেখানকার মানুষদের সাহায্য করতে চান৷

চ্যারিটির তালিকায় রয়েছে ক্যানাডিয়ান কোস্ট অক্সিলারি এবং অস্ট্রেলিয়ার ব়য়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস৷ এসব চ্যারিটিই ব্রিটেনে অবস্থিত৷ আরেকটি সংস্থা হল আর্মি উইডোজ অ্যাসোসিয়েশন৷

সামরিক বাহিনীতে নিযুক্ত অফিসারদের বিধবা স্ত্রীদের নিয়ে গঠিত এই সংস্থা৷ তাঁদেরও আর্থিকভাবে সাহায্য করতে চান প্রিন্স উইলিয়াম৷ প্রিন্স উইলিয়াম নিজে ব়য়্যাল এয়ার ফোর্সের একজন পাইলট – অনেকে বলছেন এজন্যই সামরিক ক্ষেত্রের প্রতি তাঁর আলাদা টান রয়েছে৷

যে চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠানটি এইসব অর্থ সংগ্রহ করবে তার প্রতিষ্ঠাতা প্রিন্সউইলিয়াম এবং তাঁর ভাই প্রিন্স হ্যারি৷

আর কোন দেশ কী পাঠাচ্ছে? দক্ষিণ আফ্রিকার একটি ডিসকাউন্ট এয়ারলাইন কনেকে দিচ্ছে একপাল গরু৷ খুব শীঘ্রই এই গরুর পাল কেট মিডলটনের পরিবারের কাছে পাঠানো হবে৷ ক্যানাডার সরকার কী দিচ্ছে তা সরকার ২৯ তারিখ অর্থাৎ বিয়ের দিন ঘোষণা দেবে৷ক্যানাডার আলবার্টা রাজ্য ২৫ হাজার ক্যানাডিয়ান ডলার দিচ্ছেযে, তা ইতিমধ্যেই জানানো হয়ে গেছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়