1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাইন নদীতে জাহাজ-ঠোকাঠুকি

১৯ আগস্ট ২০২০

রাইন নদীতে একটি পেট্রল বহনকারী জাহাজের সাথে একটি ট্যাঙ্কারের ধাক্কা লাগে৷  প্রযুক্তিগত ত্রুটি এই সংঘর্ষের কারণ বলে জানানো হয়েছে৷

https://p.dw.com/p/3hBeZ
ছবি: picture-alliance/J. Tack

দুটি জাহাজের সংঘর্ষের পর জার্মান কর্তৃপক্ষ একটি ট্যাঙ্কারকে চালিয়ে যাওয়ার অনুমতি দেয় বলে পুলিশ জানিয়েছে ৷ ১৩০০ মেট্রিক টন অপরিশোধিত পেট্রোল বহনকারী জাহাজটির স্টিয়ারিং গিয়ার অচল হয়ে যাওয়ায় ১২০০ টন বীজ বহনকারী কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে যায়৷ ঘটনাটি জার্মানির মাইন্স শহরের কাছে  ভালুফ এর৷ পুলিশ জানায় ঘটনা বেলা তিনটার৷ দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হলেও কেউ মারা যায়নি৷ একটি জাহাজ প্রযুক্তিগত ক্রুটির কারণে অন্যদিকে ঘুরে যাচ্ছিল এবং এর কারণ স্পষ্ট না হওয়া পর্যন্ত জাহাজটিকে থামিয়ে দেওয়া হয়৷ পরে জাহাজটি আবার সঠিকভাবে কাজ করেছে বলে একজন নিশ্চিত করেন৷

রাইন নদীর ওপর দিয়ে প্রতিদিন শতশত পণ্যবাহী জাহাজ, ট্যাঙ্কার, যাত্রীবাহী জাহাজ চলে৷ অতীতেও অবশ্য এরকম দূর্ঘটনা ঘটেছে৷ ২০১২ সালে লোরেলাই ক্লিফের কাছে সেন্ট গোয়ার্সহাউজেনে দুই হাজার ৪০০ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড বহনকারী একটি জাহাজে দুর্ঘটনা ঘটেছিলো এবং সে দুর্ঘটনায় জাহাজের চারজন ক্রুর দুজনই মারা গিয়েছিলো৷ সেসময় রাইন নদীতে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়৷  

ডাভিস ফানঅপড্রপ/এনএস