প্রতিবেদনগুলো তথ্য সমৃদ্ধ!
১ এপ্রিল ২০১৬‘‘আমাদের দেশের লোকগুলো যৌনরোগ বিষয়ে জানলে ভালো হবে৷ সেই জিনিসগুলো গোপন আর অবরুদ্ধ করে রাখা অনেকটা নিজের পায়ে কুড়াল মারার মতো৷'' এভাবেই লিখেছেন পাঠক অর্জুন বৈদ্যর মন্তব্যটি এরকম৷
‘‘যৌনরোগ বিষয়ে লেখা প্রতিবেদনগুলি সত্যিই কাজে লাগার মতো, তথ্যসমৃদ্ধ ও উপকারি৷'' – প্রতিবেদনগুলোপড়ার পর এই মন্তব্য করেছেন ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মোহাম্মদ ফরিদি৷
অন্যদিকে এই বিষয়টি, অর্থাৎ যৌনরোগ নিয়ে আলোচনা বা লেখা-লেখির বিষয়টি মোটেই পছন্দ করছেন না পাঠক মসুর আহমেদ৷
অনেক পাঠকই যৌনরোগের বিষয়টিকে গোপন বিষয় হিসেবে দেখছেন আর তাই তাঁরা এ সম্পর্কে কথা বলতে চান না৷
‘যার যৌনরোগ আছে, সে কি সত্যিই অপরাধী?' – এ প্রসঙ্গে মোহাম্মদ আলি লিখেছেন, ‘‘সঠিক কথা বলেছেন৷''
জার্মানিতে যৌনবাহিত রোগ কম৷ তার কারণ জানার পর নিপুবেহারি সেনের মন্তব্য, ‘‘জার্মানিতে এখন এত অভিবাসী আসার পর যৌনরোগীর সংখ্যাও দ্রুত বেড়ে যাবে৷''
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ